আমাদের কথা খুঁজে নিন

   

আইজাক নিউটনকে কেন ব্যান করা হল?

সত্যের গুষ্টি কিলাই। "আমি সামুর অনেক পুরানো ব্লগার প্রলাপ। আমার একের পর এক নিক সামু ব্যান করে দিচ্ছে কোন যৌক্তিক কারণ ছাড়াই। গতকাল রাতে লালনের গান নিয়ে পোস্ট দেয়ার ইচ্ছা জাগলো। দুটি প্রিয় গানের লিরিক পোস্ট করতেই দুইজন এসে গালাগালি দিয়ে গেল।

কেন দিল কিছুই বুঝলাম না। ব্লগের প্রথম পাতায় যেতেই দেখি, হুলস্থুল কারবার। দাড়িপাল্লা একটা কার্টুন পোস্ট দিয়েছে, আর তার প্রতিবাদে একটার পর একটা পোস্ট আসছে। এর মধ্যে অনেক প্রতিবাদ পোস্টে কুরুচিপূর্ণ ছবি সন্নিবেশিত হচ্ছিল। দাড়িপাল্লার পোস্ট সহ অশ্লীল ছবি ও গালাগালিপূর্ণ পোস্টগুলোকে রিপোর্ট করলাম।

দাড়িপাল্লার পোস্ট ডিলিট করার অনুরোধ জানিয়ে একটা পোস্ট দিলাম। তারপর সকালে আরেকটা পোস্ট দিলাম সামুকে একটা পরামর্শ দিয়ে। আমার পরামর্শটি ছিল নিম্নরূপঃ যেহেতু গভীর রাতে সামুতে মডু থাকে না, তাই সেলফ মডারেশন মুড চালু করা যেতে পারে। এই মুডে থাকা অবস্থায় কোন পোস্টের বিরুদ্ধে বিশ বা ততোধিক লোক রিপোর্ট করলে তা অটোমেটিক ড্রাফটে চলে যাবে। সকালে মডু এসে তা মুছেও দিতে পারে, অথবা ফিরিয়েও দিতে পারে।

পোস্ট ফিরিয়ে দিলে তা আবার প্রথম পাতায় প্রকাশ পাবে। এভাবে ব্লগারদেরই সাময়িক মডারেটর হিসেবে ব্যবহার করা যায়। এই পরামর্শই আমার জন্য কাল হল। বিকেলে লগিন করে দেখি আমার নিক ব্যানড। " -প্রলাপ/আইনস্টাইন/নিউটন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.