আমাদের কথা খুঁজে নিন

   

বিনামূল্যে ডায়মন্ড !

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

পাঁচ হাজার খন্ড ডায়মন্ড বিনামূল্যে বিতরণ করেছে জাপানের ধনী জুয়েলারি প্রতিষ্ঠান মাওবুসিন ।

০.১ ক্যারেটের নয়নাভিরাম এ ডায়মন্ডগুলোর একেকটির মূল্য ৫ হাজার ইয়েন (৫০ ডলার)। রাজধানী টোকিওর গিনজা জেলায় মাওবুসিন জুয়েলারি থেকে বিনামূল্যে এ ডায়মন্ড পেতে সোমবার হাজার হাজার মানুষের ভিড় জমে । স্থানীয় সময় সকাল ৯টায় দোকানটি খোলার কথা থাকলেও ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে যায় মানুষ । নতুন এ জুয়েলারি প্রতিষ্থানটি জানায়, চলমান আর্থিক মন্দাকে পরাভূত করতে অস্বাভাবিক এ উদ্যোগ নেয়া হয়েছে । কেউ চাইলে ডায়মন্টটিকে আংটি ও নেকলেসে স্থাপন করে দেওয়া হবে ।

তবে তার জন্য যথাযথ দাম দিতে হবে । Click This Link # বাংলাদেশে এমনটি হলে পায়ের তলায় পৃষ্ঠ হয়ে কতজন মারা যেত বলতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।