আমাদের কথা খুঁজে নিন

   

সিডর আইলা কিসের আলামত



অনেক আগে থেকে শুনে আসছিলাম দেশের দক্ষিণাঞ্চল নাকি পানির নীচে চলে যাবে। এ নিয়ে পত্র পত্রিকায় অনেক লেখালেখিও হয়েছে। ইদানিং বিষয়টি তেমন একটা শোনা যাচ্ছে না। একবার শুনেছিলাম পনের বছরের মধ্যে দেশের দক্ষিণের বেশ কয়েকটি জেলা বঙ্গোপসাগরের নীচে চলে যাবে। ওই যে পনের বছরের কথা শুনেছিলাম আমার মনে হয় তা থেকে তিন/চার বছর চলে গেছে।

তাহলে আর দশ/বারো বছর বাকী আছে। তার মানে আর বেশী দিন বাকী নেই। বছর দেড়েক আগে সিডরের সময় জলোচ্ছাস হলো। এবার আইলা। সিডরের সময় বাতাসের বেগ বেশী ছিল।

ফলে ক্ষয়ক্ষতি বেশী হয়েছিল। এবার বাতাস বেশী জোড়ে হয়নি। কিন্তু পানির উচ্চতা সিডরের চেয়ে বেশী হয়েছিল। আমার বাড়ী দক্ষিণাঞ্চলে। আমি অবশ্য সিডর এবং আইলার সময় ঢাকায় ছিলাম।

তবে এলাকার সঙ্গে যোগাযোগ আছে সার্বক্ষণিক। যে বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছি তা হলো বিজ্ঞানীদের ভবিষ্যৎবানীর আলামত আমি সরেজমিনে দেখতে পাচ্ছি। যে সব স্থানে আগে কখনও জোয়ারের পানি উঠতে দেখিনি। এবারের আইলার জলোচ্ছাসে সে সব স্থানে পানি উঠেছে। অপরদিকে এবারে আর একটি বিষয় লক্ষণীয় হচ্ছে অনেক যায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে পানি নামছে না।

সিডরের সময় কিন্তু ঝড়ের পরে দ্রুত পানি নেমে গিয়েছিল। এবারের পানি কেন নামছে না । এটাকি তাহলে দক্ষিণাঞ্চল সাগরে বিলিন হয়ে যাওয়ার প্রাথমিক আলামত কিনা। বিষয়টি সরকারি মহল ভেবে দেখেছে কিনা জানি না। তবে আমার মনে হয় এ বিষয়টি নিয়ে এখনই সরকারিভাবে ভেবে দেখা দরকার।

যদি সে রকম কিছু হয় তাহলে এখন থেকেই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আপনারা কে কী মনে করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।