আমাদের কথা খুঁজে নিন

   

সিডর ত্রাণ - আহম্মকের বুজরুকি

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

সিডর আক্রান্তদের বেশ নৈকট্যবর্তী আমি। গত সপ্তাহে বাড়ী গিয়ে দেখলাম আমার বাবা বেশ কয়েকটা ত্রান কার্যক্রমের সাথে জরিত। তিনি বেশ কিছু মজার মজার তথ্য দিলেন। যেমন প্রত্যন্ত অঞ্চল যেখানে এখন পর্যন্ত বিদ্যুত পৌঁছেনি সেখানে ত্রাণ হিশেবে মাইক্রোওভেন, রাইস কুকার এমনকি স্যান্ডউইচ টোস্টারও দেয়া হয়েছে। কয়েকটা কোম্পানী কফিমেকার দিয়েছে। তবে পানি দূষিত হবার সম্ভাবনা যেমন ছিল তেমন না হওয়াতে মিনারেল ওয়াটার প্রদান কার্যক্রমটা হয়েছে সবচেয়ে ফানি। ত্রাণ গ্রহীতারা দুই লিটারের বোতল পেয়েছে একাধিক, পরিবহণ সুবিধার জন্য পানি ফেলে খালি বোতল নিয়ে বাড়ী ফিরেছে, সেটাই নাকি তাদের বেশী প্রয়োজনীয়। সিডরের দুইমাস পরেও ত্রান হিশেবে মিনারেল ওয়াটার দেয়া কোম্পানীগুলো এতে বেজায় রুষ্ট। অথচ সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে বাড়ী ঘর, অবকাঠামো নির্মাণে সহায়তা প্রদান - যে বিষয়ে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।