আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমআলো শপথযান এবং আমার ১০ বছর নেয়া শপথ...



লেখার শুরুতে বলে নেয়া ভাল যে, কাউকে হেয় করার মানষে লেখাটি নয়। নয় কোনো কিছুকে ছোট করে দেখা। আমার মনে কিছু প্রশ্ন ছিল - তাই জানার জন্য এই লেখাটি। বাংলাদেশের সর্বোচ্ছ প্রচারিত ও নিরপেক্ষ দৈনিক প্রথম আলো । চাকরী পাওয়া থেকে শুরু করে দেশের গণিত কে এগিয়ে নিয়ে যাওয়া, মাতৃভাষা কে নিয়ে যারা মানুষকে সচেতন করছে বা করে যাচ্ছে তা সত্যই প্রশংসনীয়।

প্রথম আলোর প্রতিটি পদক্ষেপ কে আমি মনের গভীর থেকে প্রশংসা করি। আমার ছোট দুই ভাই প্রতি বছর সিলেটে প্রথম- আলোর গণিত উৎসব ও ভাষা প্রতিযোগে অংশ নেয়। প্রথম- আলো এর বর্তমান পদক্ষেপ হচ্ছে দেশ জুরে শপথ গ্রহন অভিযান। ভাল উদ্যোগ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে: ১।

আমি আমার প্রাথমিক বিদ্যালয় থেকে শপথ নিয়ে আসছি, দেশের সেবা করব, ভাল কাজ করব, দেশের প্রতি অনুগত থাকব। আজ আমি বিশ্ব-বিদ্যালয়ে পড়ি। আমি কতটুকু শপথ রাখতে পেরেছি ??? ২। ছোট বেলায় আমরা যে যাহা করেছি বা পড়েছি, সব কিছুই কম-বেশী মনে আছে সবার, স্কুলে নেয়া শপথের কথা কারো মনে আছে কি??? ৩। আমাদের দেশের সব সাংসদ, মিনিস্টার, প্রধানমন্ত্রী, সবাই শপথ নিয়ে দেশের সেবা করতে আসেন।

কিন্তু কেউ কি শপথের কথা মনে রাখেন??? *** সবাই তো সেই লুটপাটের রাজনীতি নিয়ে ব্যাস্ত। তাই নয় কি? তাইলে , ছোটবেলার, বড়বেলার নেয়া শপথ কি কাজে আসল ???? প্রথমআলো শপথ অভিযান : প্রথমআলো শপথ অভোযান ভাল উদ্যোগ। প্রথমআলো শপথযান একেক জায়গায় একেক দিন যাবে , এবং ঐ এলাকার মানুষ একটা করে ভাল কাজের শপথ নিবে। সবাই শপথের কথা মনে রাখবে। সেই অনুযায়ী কাজ করবে।

যেই ব্যাক্তি স্কুল এর শপথ মনে রাখতে পারে না, সে কিভাবে প্রথম আলোতে নেয়া সামান্য একটা লেখা মনে রাখবে? যেই ব্যাক্তি কোনোদিন দেশ, দশের সেবা করারা কথা কোনোদিন মনে রাখে না, সে কিভাবে প্রথম- আলোতে নেয়া একটা শপথ মনে রাখবে? প্রথমআলো শপথ অভিযান ও প্রথমআলো এর উদ্দেশ্য: প্রথমআলো শপথ অভিযান শুরু হবার কিছু দিনের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে । মিডিয়া থেকে দেশের কথিত সুশীল সমাজ ব্যাপক আগ্রহ নিয়ে শপথ নিছ্ছে। প্রথমআলো শপথযান বিভিন্ন জায়গায় ঘুরছে। প্রথমআলো ভাল পাবলিসিটি পাচ্ছে। যদিও প্রথমআলো অনেক আগে থেকেও জনপ্রিয়।

প্রথমআলো শপথ অভিযান নিয়ে ভাল ব্যাবসা করছে । কিভাবে ? প্রথম আলো এখন খুলেই দেখবেন নতুন একটি পেইজ আছে যাতে সবাই শপথের কথা বলছেন। ঐ পেজে প্রথম আলো মোটা অংকের বিজ্ঞাপন পাচ্ছে। বুজলেন ???? মোট কথা প্রথম আলো ভাল ব্যাবসা করছে। আপনাদের মন্তব্য কাম্য।

ধন্যবাদ কোনো খারাপ উদ্দেশ্য থেকে লেখা টি নয়। আমার একান্ত ব্যাক্তিগত চিন্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.