আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের নামতা

এক এক্ কে এক ইনকিলাপের মান্নান সাব কেন করে প্যাক প্যাক। দুই এক্ কে দুই বাংলীরা চুনোপুটি গোলাম আজম রুই। তিন এক্ কে তিন নিজামী নাম শুনলে পরে গা করে ঘিন্ ঘিন্। চার এক্ কে চার লোকে বলে বিশ্বাস (আব্দুর রহমান) নাকি ছিলো রাজাকার। পাঁচ এক্ কে পাঁচ চৌধুরীরা (সাকা) রাউজানেতে নাচেন ভুঁতের নাচ।

ছয় এক্ কে ছয় আবদুল কাদের (কাদের মোল্লা) এখনো গায় পাকিস্তানের জয়। সাত এক্ কে সাত আল মুজাহিদ এখনো খায় ঊদূ মাখা ভাত। আট এক্ কে আট সাঈদী সাহেব এই ঢাকাতে পেশোয়ারের লাট। নয় এক্ কে নয় বাঙ্গালীরা এই খুনীদের পায়না মোটেও ভয়। দশ এক্ কে দশ মুক্তিসেনার হাতেই হলো চাঁদ-তারাটার ধ্বস্।

-সংগৃহীত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.