আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়ার মোবাইল ব্যবসা কিনছে মাইক্রোসফট

ফিনল্যান্ড ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোবাইল ফোন ব্যবসা বিক্রি সম্পন্ন হয়ে যাওয়ার পর তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) মাইক্রোসফটে যোগ দেবেন।
একসময়ের অপ্রতিদ্বন্দী মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোকিয়া স্মার্ট ফোন বাজারে আসার পর অ্যাপল এবং স্যামসাং-এর মতো মোবাইল ফোন নির্মাণকারী প্রতিষ্ঠানের চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
২০১৪ সালের প্রথম তিনমাসের মধ্যেই মাইক্রোসফটের কাছে নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা বিক্রির চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তবে এ জন্য নোকিয়ার অংশীদার ও তদারককারীদের অনুমোদন প্রয়োজন হবে।
২০১১ সালে নোকিয়া মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের মোবাইল সেটে মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার শুরু করে।
এক বিবৃতিতে মাইক্রোসফটের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বেলমার বলেন, “এটি ভবিষ্যতের জন্য একটি দৃঢ় পদক্ষেপ। এটি উভয় প্রতিষ্ঠানের কর্মী, অংশীদার এবং গ্রাহকদের বিজয়।”
অপর এক বিবৃতিতে নোকিয়া জানিয়েছে, তারা আশা করছে, চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর নোকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন এলপসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা জো হারলো, জুহা পুটকিরান্টা, টিমো টোইকানেন এবং ক্রিস ওয়েবারও মাইক্রোসফটে যোগ দেবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.