আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য :: স্বর্গ অথবা নরকে কয়েকশ কোটি পলক

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
ঘুমিয়ে ছিলাম একটা গাঢ় অন্ধকার ঘরে মগজও ঘুমে ছিলো আলফা বিটা কিসব ছাইপাশ লেভেল আছে- সেসবের কোন একটাতে হবে । হঠাৎ চোখের মধ্যে তীব্র আলো চোখে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করতে করতে উঠে বসি। অন্ধকার চিরে টর্চের রশ্মিটা নাচতে থাকে । শেষে পুরো আলোর বৃত্ত হয়ে যায়। ঘোরের মধ্যে হাটি এক সবুজ প্রান্তরে ।

সজীব বাতাস , সুন্দর হ্রদ , পাহাড়, বন। মানুষজন শান্ত ভাবে হাটছে, খেলছে । মৃদু কোলাহল বেশ ভালো লাগে। একটা আইসক্রিমওয়ালার থেকে আইসক্রীম কিনে চাটি। এইভাবে কয়েশক কোটি পলক পেরিয়ে যায় অস্বস্তি লাগে সূর্য চাদ তারা নাই বলে মনে হচ্ছে কোন অডিটরিয়ামের ভিতর বসে আছি শো শেষে বের করে দিবে সবাই কে ; উড়ে বেড়াতে পারি যেখানে খুশী আর চাইবামাত্র সুর বেজে উঠে তবে কোন বইটই নাই এখানে কোন খুন জখম - অশুভের প্রবেশ নিষেধ! উড়ে উড়ে কোন একসময় সোজা লাল আগুনে পড়ে যাই গ্রীল চিকেনের মতো পোড়ায় সেখানে প্রথমে চিৎকার চেচামেচি করলেও পরে কেমন জানি সহ্য হয়ে যায় ।

অথবা ঠান্ডায় বন্দী করে রাখে ঐটাও গা সওয়া হঠাৎ একসময় সমন আসে তোমাকে ফিরে যেতে হবে সেই হ্রদের পাড়ে। চিৎকার করে দৌড়ে পালাই আমি আগুনও হ্রদের পাড় থেকে অনেক ঘটনাবহুল ধড়ফড় করে জেগে উঠি নিজের বিছানায়। আমার পুরান শক্ত বালিশ গন্ধময় কম্বলও বেশ লাগে। অনন্ত ভালো অনন্ত খারাপ দুইটাই বেশ একঘেয়ে বিরক্তিকর লাগছিলো স্বপ্নকে মৃদু গালি দিয়ে ঘুমের আয়োজনে ব্যস্ত হই। উৎসর্গ : একলব্যের পুর্নজন্ম Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।