আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য :: আধারে

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
আধারে কিছু প্রেতাত্মা নাচছে ; রংমাখা মুখ ; তীক্ষ্ণ বাক শব্দের দুরন্ত কারুকাজে অন্তহীন সময় ধরে নেচেই চলছে প্রাচীন রাস্তার একমাত্র ল্যাম্পপোষ্ট ভেংচি কাটে বিবর্তিত রাতে উকি দেয় যত রাক্ষস-খোক্কস দৈত্য দানো খলখলে হাসি আধারের চতুর্কোনে ফিসফিস বুকে থম পেতে শোনে রাস্তায় ভোতা অনুভূতি সংগী তার বেগের আবেগে ভাসায় জীবন বাক নেয় শূন্যে ঝাপ দেয়া নেকড়ের মতো ছাড়িয়ে যেতে চায় দিকপাশহীন সময় আধারে স্পন্দিত এক জীবন আলোর ঝলকানি ; দূর থেকে ভেসে আসা অশুভ সুর ইতস্তত কয়েকজনের দাড়িয়ে থাকা ; বেশ উদ্দাম জীবন ছিল ~ [উৎসর্গ: রাত ১টার পরে ভেসে বেড়ানো ক্লান্ত মানুষদের ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।