আমাদের কথা খুঁজে নিন

   

মাগো - তোমার তরে ধন্য হবে মরণ হেসে হেসে।

লিখতে তো দেখি ভালোই লাগে.......

মা যে আমার জীবন মরণ মা যে আমার সব, মায়ের মাঝেই খুঁজে পাব মধুর কলরব । মাগো তুমি বকুনি দাও ভাবি তুমি পঁচা, পরক্ষণেই হয় যে মনে তোমার মাঝেই বাঁচা । মাগো যখন সোহাগ ভরে খেতে আমাই ডাক, ভাবি কভু তোমার কথার বিমুখ হব নাকো । তবুও মা মাঝে মাঝে কি যে করে বসি, এক কথাতেই উড়িয়ে দেই তোমার মুখের হাসি। তুমি তো মা, মা বলেই ক্ষমা করে দাও, জানি মাগো আমি তোমার ক্ষমার যোগ্য নয় । সারা জীবন তুমি মাগো দিয়েই শুধু গেছো, নিজের জীবন তুচ্ছ করে আমাই লালন করেছ। তিল পরিমাণ তোমায় মাগো দিতে নাহি পারি, প্রেমের টানে বাঁধা আছে তোমার আমার নাড়ী, এই টানেতেই বেঁচে আছি তোমায়ই ভালোবেসে, তোমার তরে ধন্য হবে মরণ হেসে হেসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।