আমাদের কথা খুঁজে নিন

   

শায়লা ভাইয়ার সাথে চ্যাটে একদিন (মাইনাস পোস্ট-২০১৫)

............................................

আমার একটা ইয়াহু আইডি আছে “ভালোছেলে”। এইটা আমার প্রিয় আইডি। অনেক ব্লগার ফ্রেন্ড আর আমার অনেক ফ্রেন্ডই আইডিতে অ্যাড করা আছে। মোবাইলে নিমবাজ দিয়ে রেজিঃ করে মাঝে মাঝে চ্যাট করি। আজকে দেখলাম মোবাইল দিয়েও চ্যাট রুমে ঢোকা যায়।

ঢুকে দেখলাম ওইটা কিছুটা চাপাবাজি.কম এর মতো। আমি ইমো আর কয়েকটা গানের লাইন দিচ্ছিলাম আর লোকজন কে কি বলে দেখছিলাম। হঠাৎ শায়লা নামের একজন আমাকে নক করলো। তার সাথে আমার আলাপচারিতা ছিল কিছুটা এরকম: শায়লা: হাই আমি: হ্যালো শায়লা: কেমন আছেন? আমি: ভালো। আপনি? শায়লা: এই তো।

আমি: হুমম শায়লা: আপনার এইজ কত? আমি: ১৮। আপনার? শায়লা: ১৭ আমি: এইচএসসি ফার্স্ট ইয়ার? শায়লা: হ্যাঁ। আপনি কি করেন? আমি: এক্সাম দিয়েছি এইচএসসি আমি এমনি চ্যাট করার সময় পকপক করতেই থাকি কিন্তু তখন চুপ হয়ে গেছিলাম। হঠাৎ সে তুমি তে গেল। শায়লা: এ্যাই একটা কাজ করতে পারবা? আমি: কি? শায়লা: ৫০টাকা ফ্লেক্সি করতে পারবা? আমি: ৫০ টাকা হলেই চলবে? শায়লা: ১০০টাকা দিতে পারবা? আমি: নাম্বার বলো।

শায়লা: ০১৭১৯.....(নাম্বারটা আমার মনে নাই আমার) আমি: একটা ছেলের সাথে একদিন কথা বলে তুমি কিভাবে ফ্লেক্সি করে দিতে বললা? তোমার কি আত্নসম্মান বোধ কিছুই নেই? শায়লা: কি করবো আম্মু টাকা দেয় না তো আমি: ও তাই! শায়লা: হ্যাঁ আমি: আচ্ছা তোমার কেন বিএফ আছে? শায়লা: বিএফ থাকলে কি আর তোমার সাথে কথা বলি? আমি: হ্যাঁ তাই তো। তুমি না একটু লুল আছো। লুল মানে জানো? শায়লা: কি? আমি: লুল মানে লুইস। একথাতে রেস্পন্স করলো না। আমি ততক্ষণে শিওর হয়েছিলাম যে ওইটা একটা ছেলে কারণ মেয়েদেরকে লুইস বললে তারা সহ্য করবে না।

তাকে আবার গুতালাম। আমি: তোমার নাম্বারটা আবার বলো তো। শায়লা: ০১৭১৯..... আমি: আমি তোমাকে একবার কল দেই? শায়লা: নাহ। আমি: কেন? শায়লা: ফ্লেক্সি করে তারপর। আমি: প্লিজ একটু কথা বলি না! শায়লা: নাহ আম্মু যদি দেখে কারো সাথে কথা বলছি খুব বকবে।

আমি: একবার করি। তোমার কন্ঠটা শুনে রেখে দিবো। শায়লা: না প্লিজ আমি: তোর বুদ্ধি শুদ্ধি ভালোই আছে। মেয়ে সেজে ছেলেদের সাথে ছলনা করে ভালোই খেল দেখাস। তবে তুই ভুল জায়গায় আসছিস।

মানে আমি বুঝতে পেরেছি তুই ছেলে.... কিছুক্ষণ পর একটা আইডি আমাকে অ্যাড রিকোয়েস্ট দিল। আমি অ্যাকসেপ্ট করার পর সে কন্টিনিউয়াস মেসেজ দিতে থাকল। আমি বুঝলাম এটা শায়লা ভাইয়ারই কাজ। কিন্তু মাইন্ড করি নাই। কারণ তার বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছি।

এ সম্পর্কে কিছু জ্ঞানী কথা বলতে ইচ্ছা করছে। কিন্তু বলতে পারছি না। আমার ব্যর্থতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।