আমাদের কথা খুঁজে নিন

   

ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়

কোয়ার্টার-ফাইনালে নাদাল খেলবেন সপ্তম বাছাই ফেদেরারকে হারিয়ে চমক দেখানো স্পেনের টমি রোব্রেদোর।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে রোব্রেদোর ৭-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন ফেদেরারকে। গত এক দশকের মধ্যে এই প্রথম কোয়ার্টার-ফাইনালের আগেই বিদায় নিলেন এই সুইস তারকা।
ম্যাচ শেষে হতাশ ফেদেরার সাংবাদিকদের বলেন, "আমি টমির কৃতিত্ব খাটো করছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেই নিজেকে হারিয়েছি। এটা খুবই হতাশাজনক।

"
ইউএস ওপেনের মতো বড় আসরে ফেদেরারকে হারানোটা রোব্রোদোর কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে।
"এটা অসাধারণ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ খোলোয়াড়কে হারিয়েছে আমি। তাও আবার ইউএস ওপেনের মতো গ্র্যান্ড স্লামে। এটা একটা স্বপ্নের মতো।

"
কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে জার্মানির ফিলিপ কোলশ্রাইবারেকে নাদাল হারিয়েছেন ৬-৭, ৬-৪, ৬-৩, ৬-১ গেমে। প্রথম সেটটিই কেবল জিতেছিলেন কোলশ্রাইবার। এরপর আর পাত্তা পাননি স্প্যানিয়ার্ডের কাছে।
কোয়ার্টার-ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই স্পেনের ডাভিদ ফেরার। সেখানে তার প্রতিপক্ষ অস্টম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকে।

চতুর্থ রাউন্ডে দশম বাছাই কানাডার মিলোস রাওনিচকে হারিয়েছেন তিনি।
মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইতালির ফ্লাভিয়া পেননেত্তা। তিনি খেলবেন স্বদেশী দশম বাছাই রবের্তা ভিঞ্চির সঙ্গে।
এছাড়া এক দশকেরও বেশি সময় পর ইউএস ওপেনের শেষ আটে উঠেছেন ৩০ বছর বয়সী দানিয়েলা হানতুকোভা।
চতুর্থ রাউন্ডে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা আর সাবেক এক নম্বর সার্বিয়ার আনা ইভানোভিচের মধ্যকার ম্যাচটি খারাপ আবহাওয়ার জন্য হয়নি।

এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে খেলবেন হানতুকোভার সঙ্গে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।