আমাদের কথা খুঁজে নিন

   

ইউএস ওপেনের ফাইনালে নাদাল, জোকোভিচ

বছরের শেষ গ্র্যান্ডস্লামে টানা চারবার ফাইনালে উঠার পথে শনিবার জোকোভিচ অনেক কষ্টে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিংকাকে।
ফ্রান্সের রিচার্ড গ্যাসকের বিপক্ষে অপর সেমি-ফাইনালে অপেক্ষাকৃত সহজ জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই নাদাল।
আগামী সোমবার ফাইনালে মুখোমুখি হবেন ছেলেদের টেনিসের দুই শীর্ষ বাছাই।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট হেরেও নবম বাছাই ভাভরিংকার সঙ্গে লড়াইয়ে ফিরে আসেন জোকোভিচ। চার ঘন্টারও বেশি সময়ের ধরে চলা ম্যাচে শেষে ২-৬, ৭-৬, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে জেতেন তিনি।


আর নাদাল ফ্রান্সের গ্যাসকে উড়িয়ে দেন ৬-৪, ৭-৬, ৬-২ গেমে।
লড়াই করেও হেরে গেলেন ভাভরিংকা। ম্যাচ শেষে শ্রান্ত জোকোভিচ বলেন, "ভাভরিংকা ম্যাচের বেশিরভাগ সময় আমার চেয়ে ভালো খেলেছে। সে ছিল খুবই আক্রমণাত্মক। "
লড়াই করেও হেরে গেলেন ভাভরিংকা।


সার্বিয়ার এই তারকা তাই টিকে থাকার চেষ্টা করেছেন কারণ তিনি মনে করছেন, ম্যাচ যতই গড়াবে ভাভরিংকা চেয়ে শারীরিক সক্ষমতায় তত এগিয়ে যাবেন তিনি।
ম্যাচশেষে ভাভরিংকাও তা স্বীকার করলেন, "তৃতীয় সেটের শেষের দিকে আমি বুঝতে পারি ম্যাচ দীর্ঘ হলে আমি আমার জ্বালানি ফুরিয়ে যাবে। আমি মনে করি, আমি তার চেয়ে ভালো খেলেছি। কিন্তু সে তো শুধু শুধু এক নম্বর হয়নি। "
ফ্রান্সের রিচার্ড গ্যাসকের বিপক্ষে সহজ জয়ে ফাইনালে নাদাল অপর ম্যাচে ২৭ বছর বয়সী নাদালের সঙ্গে কেবল দ্বিতীয় সেটে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেন গ্যাসকে।


ফ্রান্সের রিচার্ড গ্যাসকের বিপক্ষে সহজ জয়ে ফাইনালে নাদাল
এ ম্যাচ জিতে এ বছর হার্ডকোর্টে টানা ২১টি ম্যাচে অপরাজেয় থাকলেন ২০১০ সালের চ্যাম্পিয়ন নাদাল। ফাইনাল নিয়ে তিনি বলেন, "নোভাক একজন গ্রেট চ্যাম্পিয়ন তাই ফাইনালটা আমার জন্য কঠিন হবে। আশা করছি আমি তার জন্য প্রস্তুতই থাকবে। "
এদিকে ইউএস ওপেনের মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের আন্দ্রেয়া হালাভাচকোভা ও লুসি হারাদেচকা। ফাইনালে তারা ৭-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি ও কেসি ডেলাকুয়াকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।