আমাদের কথা খুঁজে নিন

   

কি চমেৎকার দেখা গেল ~ প‌্যারিস/ ফ্রান্স।

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই..
ছবির লোকটি কে চিনতে পারছেন? 'জিনেদিন জিদান'। ১১ই জুন ২০০২ ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ। সেদিন ২ গোলে ডেনমার্ক'কে হারাতে পারলে ৯৮ এর বিশ্ব চ্যাম্পিয়নরা ২য় রাউন্ডে যেতে পারতো। কিন্তু উল্টো দুই গোল খেয়ে প্রথম রাউন্ড হতে বিদায় নিয়েছিল ফ্রান্স। জিদান একটি মাত্র ম্যাচ খেলেছে ২০০২ বিশ্বকাপে।

খেলা শেষে তার দু-হাত তুলে ক্ষমা চাওয়ার দৃশ্যটি ফ্রান্স থেকে আসা হাজার-হাজার ভক্তদের উদ্দেশ্যে। সেদিনের দৃশ্যটি আমি ষ্টেডিয়ামে বসে ক্যামেরা বন্দী করেছিলাম। ফ্রান্সবাসীর কান্নার বিলাপ দেখে নিজে আপ্লুত হয়েছিলাম, আর ভেবেছি ফ্রান্সে আমাকে যেতে হবে। অবশেষে ভিসা নিয়ে কাতার এয়ারে চলে এলাম প‌্যারিস। মুহুর্তগুলো শেয়ার করছি... দোহা, কাতার এয়ারপোর্ট এর ছবি।

প্লেন থেকে তোলা মেঘের ছবি। প‌্যারিস, প্লেন থেকে যেমন দেখা যায়... প্লেন মাটিতে নামার আগ মুহুর্তে প্যারিস। প্রথমদিন আমার দেখা শহর। শহরের বিভিন্ন স্হান। আমাদের বাসার সামনে।

পাতাল ট্রেন। ট্রেনে বাশি বাজিয়ে ভিক্ষা করছে এক দম্পতি... সব শেষে আমি..
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।