আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবিতারা-৫ (তারে ভালবাসি, বাসি না)

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

তারে ভালবাসি না আর।তাই বহুদিন আমি জ্যোৎস্না দেখি না। কেমন করে মেঘের ফাঁক দিয়ে গলগল করে আলো ঢালে পূর্ণিমা চাঁদ। দেখি না সূর্যোদয়; দূর্বা জড়ানো মুক্তো শিশির- আজ কতদিন! দখিনা হাওয়া আমায় আর উদাস করে না! তবু কেন স্বপ্নের ভেতরে, বুকের গহীনে, সাঁঝের মায়ায়, রাতের আঁধারে, দিনের গভীরে, অলস দুপুরে, কিংবা একলা বিকেলে, কেবলই তার ছবি? প্রতিবেশী যেন- আমার নিঝুম ঘরে নিত্য আসা-যাওয়া। তারে আর ভালোবাসি না। তবু সে আসে ফিরে ফিরে নিঃশব্দে, ভালবাসার মায়াজালে, অনুভূতির ঢাল বেয়ে বেয়ে। আমার কবিতারা-৪ (পূজোর মানুষ) আমার কবিতারা-৩ (নির্লজ্জ প্রহর ) আমার কবিতারা-২ (কতটা এগুলে মানুষ ?) আমার কবিতারা-১ ( হৃদয় চেয়োনা, নারী ।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।