আমাদের কথা খুঁজে নিন

   

এ কি মূর্খতা নাকি ভন্ডামি!

ধুমপানে বিষপান
জাপানে যারা থাকে তাদের জন্য জাপানীজ ভাষা শিখাটা মোটামুটি ফরজ। যদিও আমরা ইংরেজি মাধ্যমে পড়াশুনা করি, তবু একটু আধটু ভাষা শিখতেই হয়! জাপানীজ ভাষার শিক্ষকদের জাপানীজ ভাষা শিখানোর প্রচেষ্টা, কৌশল সর্বোপরি তাদের পরিশ্রম আসলেই অতুলনীয়, যেটা আমাদের দেশের ক্ষেত্রে কল্পনাও করা যায় না! সেদিন জাপানীজ ভাষা শিক্ষার ক্লাস ছিল। শিক্ষক আমাদের বিভিন্ন গ্রিটিংস শিখাচ্ছিল, যেমন ইংরেজিতে Good morning এর জাপানিজ হচ্ছে ওহাইও গুজাইমাস, Good afternoon এর জাপানীজ হচ্ছে কন্নিচুয়া এবং Good night এর জাপানীজ হচ্ছে কনবাওয়া ইত্যাদি। শিক্ষক একপর্যায়ে জানতে চাইলেন Good morning বা ওহাইও গুজাইমাসকে বাংলায় কি বলে! আমি বললাম যে Good morning কে বাংলায় সুপ্রভাত বলা হয়। আমাদের তিনজন বাংলাদেশি ছাত্রের মধ্যে থেকে একজন ঠাস করে বলে বসলেন যে, সুপ্রভাত নয় Good morning কে আমাদের দেশে আস্সালামুআলাইকুম বলা হয়! সে আমাকে যুক্তি দেখাল যে আমাদের দেশে সকালে কারো সাথে দেখা হলেতো আমরা সুপ্রভাত বলি না, আস্সালামুআলাইকুমই বলি সুতরাং সুপ্রভাত হতেই পারে না! সাথে সাথে অন্য ছাত্রটিও তার সাথে সুর মেলাল! আমি যাদের কথা বলছি তাদেরকে মোটেও অশিক্ষিত বা কুশিক্ষিত মনে করবেন না যেন! তারা আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো থেকে সর্বোচ্চ ডিগ্রিধারিই শুধু নয়, সর্বোচ্চ ভালো রেজাল্ট করে তারা সেখানকার শিক্ষকও বটে! দেশের সবচেয়ে মেধাবি সন্তান হিসাবে নিজের যোগ্যতাবলে তারা এখানেও সর্বোচ্চ ডিগ্রি নিতেই এসেছে, এ ব্যপারে কোন সন্দেহ নেই! কিন্তু তাদের মানসিকতার এ কি হাল?? আমাদের ভাষা বিশ্বের সকল মায়ের ভাষার মত সম্মানিত আসন দখল করে নেয়া সত্ত্বেও আমাদের ভাষা নিয়ে এই দৈন্যতা কেন? আস্সালামুআলাইকুম কি কখনো বাংলা ভাষা হতে পারে? ধর্ম কি আমাদেরকে এতটাই নির্বোধ আর বিবেকহীন বানিয়ে ফেলতে পারে? এ কি মূর্খতা নাকি ভন্ডামি! ধর্মের নামে এই ধরনের অধর্ম আর ভন্ডামির অবসান হবে কবে? তা না হলে আমরা কি কখনো জাতি হিসাবে মাথা উচু করে দাড়াতে পারব?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.