আমাদের কথা খুঁজে নিন

   

বুকের ভিতরে একটুকরো মেঘ ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

স্বপ্নগুলোকে ফুলে ফুলে সাজিয়ে দিই, কোন এক অজানার প্রতীক্ষায় ...অজানাকে জানাই, স্বপ্নগুলোর কথা, শুধু তার জন্যে ...সেটাও বলি তাকে ...সে হাসে, হাসতে হাসতেই ছায়া খেলে যায় তার অবয়বে...আমি অবাক হয়ে ভাবি...আমি আমার ছায়া চাপিয়ে দিচ্ছি না তো? পরক্ষনেই আমার স্বপ্নফুল গুলো হাসে, আমার দিকে কটাক্ষ করে, আমি নতজানু হয়ে কাকুতি মিনতি করি, ও কৃষ্ণচুড়া, আমার স্বপ্নগুলোকে ছেড়ে যেওনা, ওদের রংগুলোর ফিকে হবার সময়কে ত্বরান্বিত করো না ,ওদেরকে এই পর্নকুটির ছেড়ে চলে যেতে দিও না ...ওরা যতদিন এই কুটির জুড়ে থাকবে ততদিন ই আলো জ্বলবে এই কুটিরে, ছায়া পড়বেনা কোথাও। আর যদি উপায়ন্তর না পাও, পথ খুঁজে না পাও, ঝরে যেও, নিঃশব্দে...আমি যেন জানতেও না পারি, আমি যেন বুঝতেও না পারি ...প্রতিদিন আবার কুড়িয়ে আনব, আবার ঘর সাজাবো, আবারো ...জানব না কখনও, বুঝবও না কখন স্বপ্নগুলোর মৃত্যু হয়েছে, অনেক আগেই...শুধু খোলস পড়ে আছে ...সেই খোলস জড়িয়ে আমি ক্রমাগত অতলে তলিয়ে যেতে যেতে ভাবি, সবই ঠিক আছে, যেমন ছিল ...শুধু থাকে না ঘুম ভেঙ্গে উঠার মত সাহস, আলস্য আর আলস্য ...আসলেই কি আলস্য, নাকি মৃত্যু ...?সেই ভালো ...সেই ভালো ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।