আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি আকর্ষণ: কৃষিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সুনজর দেবেন কি ?



দৃষ্টি আকর্ষণ: কৃষিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সুনজর দেবেন কি ? দেশে এখন ইরি ধান কাটার মওসুম চলছে। ধানের ফলন খুব বেশি ভাল না হলেও কৃষকদের মুখে হাসির আভা। ক্ষেতে পাকা ধান দেখে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের রাজারহাট এলাকার রিয়াজ উদ্দিনের মুখেও হাসির আভার পরিবর্তে চিন্তার রেখা বিরাজমান। কারণ সংসার চালানো এবং বিশ্ববিদ্যালয়-কলেজ পড়–য়া ছেলেমেয়ের টাকা পাঠাতে হবে যে ধান বিক্রি করে সেই ধানের দাম চাষাবাদের খরচের তুলনায় অনেক কম। প্রতিদিনের সংসারের প্রয়োজনীয় খরচ যেমন এক কেজি আলুর দাম ২২ টাকা তেমনি অন্যান্য দ্রব্যমূল্যও অনেক চড়া ।

একই সাথে সংসার চালানো ও পড়ালেখার খরচ চালানো এবং ধান-চালের দাম ও বাজারের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী পার্থক্যের কারণে নাভিশ্বাস উঠেছে কৃষকদের। অন্যদিকে চাকুরেদের শুধুমাত্র সুবিধা করা হয়েছে। তাদের বেতন যা ছিল তাই আছে। তারা ধান চালের দাম কম হওয়ায় খুশি হয়েছেন। কিন্তু কৃষকরা আছেন মহাচিন্তায়।

বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর । তাই বলে কৃষিখাত ও কৃষকদেরকে অবহেলা করে নয়। সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের প্রায় ৮০% লোক কৃষিজীবী। দেশের অর্থনীতিও তাই কৃষি নির্ভর।

অর্থাৎ কৃষকরাই দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে মূলত দেশের খাদ্য যোগান দিয়ে থাকে ও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। যাদের পরিশ্রমের ফসলে চলছে দেশের খাদ্য যোগান ও সচল থাকছে অর্থনীতির চাকা বিনিময়ে তাদের ভাগ্যে জুটছে হতাশা আর গাঢ় অন্ধকার । আর তাই অনেক কৃষক তাদের পেশা কৃষিকে বাদ দিয়ে পাড়ি জমাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার কলকারখানাগুলোতে। এভাবে কৃষকশ্রেণী ও কৃষি উৎপাদিত দ্রব্যের প্রতি উদাসীনতার পরিচয় দিলে কৃষি ব্যবস্থা চরম হুমকির সম্মুখীন হবে। তাই বর্তমান সরকার তথা দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন এদিকে খেয়াল করেন।

তাছাড়া বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথেও ধান চালের দামের ভারসাম্য বজায় রাখা উচিৎ। চালের বাজার যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত তাই বাণিজ্যমন্ত্রীর সুনজরও দেশের কৃষক সমাজের একান্ত কাম্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.