আমাদের কথা খুঁজে নিন

   

হ্যারি পটার এবং অপেরা ব্রাউজার

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
অনেকে হয়ত মনে করতে পারেন আমি হঠাৎ এমন একটা পোস্ট কেন দিলাম। আবার পোস্টটা পড়ার পরই অনেক হ্যারি পটারের ভক্তরা আমাকে জাতির শত্রু হিসেবে ধরে নিতে পারেন। তবে আমি আগেই জানিয়ে রাখি যে আমি নিজেও হ্যারি পটারের একজন চরম ভক্ত। এতটাই ভক্ত যে আমি হ্যারি পটারের জাদুর দুনিয়াকে কম্পিউটারের ভার্চুয়াল রিয়েলিটিতে প্রকাশ করতে অনেক কিছুই চিন্তা করে চলেছি। মাঝে মাঝেই আমার মনে হয় আসলে হ্যারি পটারের দুনিয়াটা একটা প্রোগ্রামের দুনিয়া।

আর হ্যারি পটার একজন প্রোগ্রামার। তবে তার চেয়ে ফ্রেড আর জর্জ অনেক ভাল প্রোগ্রামার। তবে এই চিন্তাতে না যাওয়াই ভাল কেননা হয়তে এতক্ষনে অনেক ভক্ত আমার উপরে রেগে গেছেন। তবে আপনারা যা ভাবেন তাও ঠিক আবার আমি যা ভাবি তাও ঠিক। তবে আমারটা স্বাভাবিকভাবে বোঝা যায় না।

যাই হোক আমি প্রধান কথাতে আসি। অনেক সময় স্বভাবিক অনেক কিছুই ভাল করে লক্ষ্য করা হয়না। তেমনই অপেরা ব্রাউজারটা এত ব্যবহার করার পরও আমি তার অনেক কিছুই ঘেটে দেখিনি। দু'দিন আগে দেখলাম। এর Mouse Gestures নামে একটা অপশন আছে।

যা অনেকটা আমার কাছে হ্যারি পটারের ম্যাজিক স্পেলের মত মনে হয়েছে। হ্যারি পটার এন্ড দ্য অর্ডার অব ফনিক্স গেমে গেমারকে স্পেল করতে হলে মাউসের বিভিন্ন কম্বিনেশন করতে হয়। যেমন লেফট মাউস বাটন চেপে মাউস নিচের দিকে টানলে এ্যাকিও স্পেলটা কাস্ট করা যায়। এরকম অনেকগুলো কম্বিনেশন করেই সম্পুর্ন গেমটা খেলতে হয়। অপেরাতে অপশনটি এনাবল করতে নিচে দেখানো নিয়ম অনুযায়ী যানঃ Tools > Preferences > Advanced > Shortcuts > Enable mouse gestures এ টিক দিয়ে দিন।

OK করে বের হয়ে যান। আমি বিস্তারিত নিচে দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে অপেরার হেল্প ফাইলে যেতে পারেন। আর হ্যারি পটার এন্ড দ্য অর্ডার অব ফনিক্সের ওয়াক থ্রো দেখতে পারেন। আমি অবশ্য গেমটি শেষ করেছি প্রায় বছর খানিক আগেই।

তাই অনেকটা মনেই ছিল। অপেরার কিছু স্পেল বা মাউস গেসচারঃ সবগুলোই রাইট মাউস বাটন চেপে করতে হবে Go to previous page = মাউস বামে Go to next page = মাউস ডানে Go to parent directory = মাউস উপর এবং বামে Fast Forward = মাউস ডানে এবং উপরে Rewind = মাউস বামে এবং নিচে Reload page = মাউস উপরে এবং নিচে Stop loading = মাউস উপরে new tab = মাউস নিচে Duplicate tab = মাউস নিচে এবং উপরে Restore tab = মাউস উপরে এবং ডানে Minimize tab = মাউস নিচে এবং বামে Close tab = মাউস নিচে এবং ডানে / মাউস ডানে বামে ডানে হ্যারি পটারের কিছু মাউস গেসচার বা স্পেলঃ Stupefy = রাইট বাটন + কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাতে হবে Rictusempra = রাইট বাটন + মাউস উপর নিচে Expelliarmus = রাইট বাটন + মাউস নিচের দিকে Protego = রাইট বাটন + মাউস উপরের দিকে Levicorpus = রাইট বাটন + মাউস ডানে বামে Petrificus Totalus = রাইট বাটন + ক্লকওয়াইজ ঘুরাতে হবে Depulso = লেফট বাটন + মাউস উপরে Accio = লেফট বাটন + মাউস নিচে Wingardium Leviosa = লেফট বাটন + মাউস ডানে বামে Reparo = লেফট বাটন + ক্লকওয়াইজ ঘুরাতে হবে Reducto = লেফট বাটন + কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাতে হবে Incendio = লেফট বাটন + মাউস উপর নিচে আমি মিলগুলো নিচে দিলাম। Stop loading [Opera] = Protego [Harry Potter] new tab [Opera] = Expelliarmus [Harry Potter] Reload page [Opera] = Rictusempra [Harry Potter] Close tab [Opera] = Levicorpus [Harry Potter] এই কারনে বর্তমানে অপেরা ব্রাউজারটা ব্যবহার করে আমি গেম খলার মত মজা পাচ্ছি। আপনারা হয়ত অনেকেই জানতেন। ইচ্ছা করলে অপশনটি এনাবল করে দেখতে পারেন।

ভালই লাগবে হয়ত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.