আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ার দই!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
বগুড়ার দই-নামেই যার পরিচয়, আলাদা করে কিছু বলার দরকার নাই। আগেই বলেছিলাম ফেসবুকে বগুড়ার দই নিয়ে একটা পেজ তৈরি করেছিলাম। প্রথমে অনলাইনে কোন ভাবেই বগুড়ার দই এর ছবি পেলাম না, পরে ব্লগে শেয়ার করলাম, বেশ কিছু সাড়া পেলাম। পেলাম কিছু চমৎকার ছবি।

এরপর চ্যানেল আই এর "বাংলারপথে"র ঊপস্থাপকের কাছে পেলাম অরিজিনাল বগুড়ার দই এর কিছু ছবি। কারন বাংলারপথে ঐ অনুষ্ঠানে বগুড়ার দই বানানো নিয়ে ডকুমেন্টারি ছিলো। এরপর আপনাদের অনেকের কাছ থেকে পেয়েছি অসাধারণ সাড়া। এখন ফ্যানের সংখ্যা ৯৭৭, আশা করছি আজই ১০০০ ছাড়িয়ে যাবে। আপনাদের যাদের ফেসবুক একাউন্ট আছে, তাদেরকে- বগুড়ার দই- এর পেজে জয়েন করতে অনুরোধ করছি।

যা হোক, সেখান কার ছবি থেকে শেয়ার করলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।