আমাদের কথা খুঁজে নিন

   

গরমে কেন সরম???

Shams

১৬ জুন থেকে আমাদের দেশের স্টান্ডর সময় ১ ঘন্টা এগিয়ে নেওয়া হবে। কারণ সেই আদি ও কৃত্রিম বিদ্যুতের সমস্য। আমার প্রশ্ন হল এর কি কাঙ্খিত ফলাফল আসবে? যে মধ্য রাত পর্যন্ত ভারতীয় টিভি সিরিয়াল দেখে সে কি ১ ঘন্টা আগে শুতে যেতে পারবে? নাকি কর্ম ঘন্টায় ১ ঘন্টা কম ঘুমানোর জন্য ঢুলে সময় নষ্ট করবে? যে মোবাইল ফোনে অফ-পিক আওয়ারে গভীর রাত পর্যন্ত প্যাচাল পাড়ে তার তো সময় আরো ১ ঘন্টা বেড়ে যাবে। ফলে তার প্রতি রাতের খরচ বাড়বে ৩৩.৮১ টাকা (গ্রমীণ ফোনের আফ-পিক আওয়ারের হিসাবে)বাড়বে এর সাথে যোগ হবে ১ ঘন্টার মোবাইল ফোনের চার্জ- এটা কি অপচয় নয় কি? সময় ১ ঘন্টা এগিয়ে নেবার পর যে বিড়ম্বনা হবে তাও কি ক্ষতি কিংবা অপচয়ের খাতে যাবে!!! আমাদের ভাতের ব্যবস্থা করে যে কৃষক তারা তো এ ঘরমে মাঠে ১৮ ঘন্টা কাজ করছে তার তো এসি'র দরকার হয়না। তাহলে ২-১টা ডিগ্রী নিয়ে কেরানী গিরির জন্য এসি'র দরকার? এযে দোকানগুলো তে এসি চলে সে এসি'র খরচ কি দেকানি নিজের বাড়ী বসত বন্ধক রেখে যোগায়? সে তো বিক্রয় মূল্যে যোগ করে। আমার আপনার পয়সায় দোকানদার এসি তে বসে থাকে। আমরা অন্ধকারে বসে থাকি বার যে টুকু সময় কারেন্ট থাকে সে টুকু সময় আই.পি.এস দিয়ে টাকাআলারা কারেন্ট রিজার্ভ করে। ফলে টাকাআলারা এত বিদ্যুৎ খরচ করে আলো তে এ.সি'তে থাকে আর আমরা অন্ধকারে-গরমে থাকি। তাই আর গরমে সরম না করে চাই বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়া পযন্ত আই.পি.এস আর এ.সি'র ব্যবহান নিষিদ্ধ করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।