আমাদের কথা খুঁজে নিন

   

আইনী সহায়তা - ১( GD বা জেনারেল ডায়েরী কি করে করবেন)

আমার নিক পদ্মলোচন করে দেওয়া হোক

আমি একজন ল' স্টুডেন্ট । আর অল্প কিছুদিন। এরপরেই প্রফেশনাল জীবন শুরু করব। সাধারনত আমাদের মাঝে অনেক ধরনের ভূল ধারনা আছে বা অনেকেই অনেক কিছু জানি না। তাই এসব ক্ষেত্রে অনেকেই অনেক জায়গায় ভুগে থাকি বা বাজে অবস্থায় পড়ে যাই।

অথচ কিছু সহজ ব্যাপার জানা থাকলে সহজেই আমরা এসব অবস্থা এড়িয়ে যেতে পারি। আগেই বলেছি আমি ল' স্টুডেন্ট। তাই আমার ইচ্ছা আপনাদের আইনী কিছু ব্যাপার জানানোর মাধ্যমে সাহায্য করা। আজকে আমরা দেখব জিডি বা জেনারেল ডায়েরী কি, কিভাবে করতে হয়, কি কি তথ্য লাগে। জিডি কিঃ জিডি মানে জেনারেল ডায়েরী ।

আপনি আপনার বা আপনার কোন আপনজনের কোন ক্ষতি বা আপনার সম্পদের কোন ক্ষতির সম্ভবনা থাকলে যেই আবেদনের মাধ্যমে থানা কর্তৃপক্ষকে অগ্রীম জানিয়ে রাখবেন সেটাই জিডি। কি কি তথ্য লাগেঃ যার বা যাদের বিরুদ্ধে জিডি করতে চান তাদের নাম, পিতার নাম , স্থায়ী ও বর্তমান ঠিকানা । কিভাবে করবেনঃ থানায় আপনার যেতে হবে। থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে একটি আবেদন পত্র দিতে হবে। যেখানে আপনার নাম , পিতার নাম, ঠিকানা দিতে বলতে হবে আপনি কি ধরনের ক্ষতির আশংকা করছেন ।

এরপর সেটা জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ সেটা তুলে রাখবেন। এখন আমি কিছু কেস স্টাডিতে যাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কেস স্টাডি - ১ : জনাব ক , জনাব খ -এর নামে জিডি করবেন তিনি শুধু খ - এর নাম জানেন আর কিছুই জানেন না এক্ষেত্রে তিনি জিডি করতে পারবেন না। কেস স্টাডি - ২ : জনাব ক , খ,গ,ঘ এদের নামে জিডি করবেন কিন্তু তিনি শুধু গ -এর সম্পর্কে তথ্য জানেন এক্ষেত্রে তার উচিত হবে গ ও তার নাম না সহযোগী এভাবে জিডি করা । কেস স্টাডি - ৩ : জনাব ক, খ, গ ঘ, ঙ এদের নামে জিডি করবেন।

তিনি খ - এর নাম , গ - এর মোবাইল নাম্বার, ঘ -এর ছবি এবং ঙ -এর বাসার ঠিকানা নিয়ে গেলেন কারো বাবার নাম জানেন না বা ঠিকানাও জানেন না । তিনি এই সব তথ্য দিলে থানার কর্মকর্তা তাকে পাগল উপাধি দিয়ে পশ্চাৎদেশে লাথি দিয়ে পাবনা না পাঠালেও থানার বাইরে বের করে দিবেন অথবা ছাগল বানিয়ে মজাও করতে পারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।