আমাদের কথা খুঁজে নিন

   

পাললিক শিলা



পাললিক শিলা থেকে পৃথিবীর মাটি পৃথিবীর মাটি চিরে বেড়ে ওঠে গাছ। গাছের ছায়ায় বসে সরল বাউল বাউলের সুরে ভাসে অচেনা দুপুর। দুপুরের ভিটে বাড়ি বড়ো ফাঁকা থাকে ফাঁকা ঘরে হৃদিপাঠ করে যাও মেয়ে। মেয়ে তুমি জোছনার এক পিঠে কালো আর পিঠে কুয়াশার রাত ভোর হলো। নাগরিক জানালায় রোদ ঢোঁকে ঘরে আমার চুলের সাথে খেলা করে ঘোরে। ঘুম থেকে উঠে সবে ঘুমাতেই যায় ঘুড়ির আকাশে আজ মেঘ অসহায়। অসহায় নদীতীরে মাঠ বড়ো একা একা শিশুটির সাথে খেলা করে কেকা। আড়শিতে ধরা পড়ে আপন চেহারা কেদারায় বসে ভাবে পাললিক শিলা। ২০০২.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।