আমাদের কথা খুঁজে নিন

   

এলাম, আসতে হলো কিছু কথা জানানোর জন্য, কিছু কথা জানানোর উদ্যোগের জন্য

"যুদ্ধপাপীদের শাস্তি চাই"

আমি পরীক্ষার জন্য ব্লগের বাহিরে অনেকদিন ধরে । রুবেলের সাথে আজ অনেকদিন পর কথা হলো ফোনে । গণস্বাক্ষরকে কলুষিত করার জন্য কৌশিক ভাই একটা পোষ্ট দিলেন । পোষ্টটা পড়লাম । অনেক কিছু বলার ছিল ।

তবে এখন বলার সময় না । আমি চাই না গণস্বাক্ষর নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হোক । তবে কৌশিক ভাইকে আমি বিকালে একটা মেইল করেছিলাম, তিনি কেন এভাবে হঠাৎ এই ধরনের “অপপ্রচার” চালাচ্ছেন? কিন্তু, তিনি কোন উত্তর আমাকে না দেয়ায় এই পোষ্ট। আমার প্রতি উনার কোন বিরূপ মন-মানসিকতা থাকলে তিনি আমাকে ব্যক্তিগত ভাবে জানাতে পারতেন। আমি পরীক্ষার কারণে ব্লগ থেকে সাময়িক বিদায় নেয়ার পরে কেন তিনি এমন একটি পোষ্ট দিলেন, তা আমার বোধগম্য নয়।

আর ব্লগ কর্তৃপক্ষ “ব্যক্তি আক্রোশের” ফলশ্রুতি এমন পোষ্টও কীভাবে রাখলেন ব্লগে, সেটাও প্রশ্নবিদ্ধ। আনুষ্টানিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর এ নিয়ে বিস্তারিত আলাপ করবো । যা সবার জানা দরকার । সেসাথে সবার কাছে ক্ষমাপ্রার্থী, এই কারণে যে, আমি হয়তো খুব বেশি বোকা এবং সরল। যার ফলে আমি এই আন্দোলনটাকে খুব বেশি বেগবান করতে চেয়েছিলাম।

রুবেল গণস্বাক্ষর ফান্ডের ৪০০০ টাকা আমার একাউন্টে জমা রেখেছে আজ । সেটা আমি ফিরিয়ে দিতে চাই অন্য কোন গ্রুপের কাছে । যারা এ কার্যক্রমকে গতিশীল করবেন । সবাইকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, আমাদের গণস্বাক্ষর কিন্তু থেমে নেই । দেশের বিভিন্ন জায়গায় চলছে ।

সিলেটে স্যার ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল-এর তত্তাবধানে এখনো গণস্বাক্ষর কার্যক্রম চলছে। চট্টগ্রামে আরো তিনজন ব্লগারের সাহায্যে গণস্বাক্ষর চলছে। মানিকগঞ্জ এবং জামালপুরে অনেক বড় আকারে হচ্ছে। কেবল মানিকগঞ্জে ইতিমধ্যে ৩টা প্যাড শেষ হয়ে গেছে । ফরিদপুরে আমি এবং খুলনায় মার্শাল ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি বন্ধুদের মাধ্যমে ।

বোকাসোকা (সাকি) জজ কোর্টে কয়েকশত স্বাক্ষর নিয়ে ফেলছে ইতিমধ্যে এবং তা চলবে । ব্লগার মুনশেদ শুভ্র ময়মনসিংহে এবং নতুন কয়েকটা ভার্সিটি আমাদের কার্যক্রমের আওতায় এসেছে । ডেফোডিল ইউনিভার্সিটি,শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়, তেজগাও কলেজ,টংগী কলেজ । ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে আমাদেরকে গণস্বাক্ষর সংগ্রহ করতে দেয়া হয়নি । রুবেল আরো বিশদভাবে বলতে পারে ।

এসব আপডেট আমরা ব্লগে দিতে পারতাম । কিন্তু ইচ্ছে করে দেইনি । শুধুই আমি আর রুবেল দিয়ে যেতাম যা দেখতে খারাপ লাগছিল । আর আজ গণস্বাক্ষর জনগণের উপর ছেড়ে দেয়া হয়েছে । তারাই স্বাক্ষর গ্রহণ করে হয়তো বা ফর্মে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিবেন ।

আর আমরা ৫-৭জন ব্লগাররা ছবিরহাটে গিয়ে মশা মারবো আর আড্ডা দিবো । কোন জবাবহদিহি করবো না । গণস্বাক্ষর নিয়ে জনাব কৌশিক এর পোষ্টটা যথেষ্ট ব্যক্তি আক্রমন থাকা স্বত্বেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি । এই পোষ্টের পাল্টা পোষ্ট রুবেল দিয়েছিল অন্য ব্লগে যা বোকাসোকা এখানে দিয়েছিল । তা মুছে ফেলা হয়েছে এবং তাকে ব্যান করা হয়েছে ।

জনাব কৌশিককে আবারো অনুরোধ করছি ঐ পোষ্টটা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ড্রাফটে রাখুন । তারপর আপনার সাথে এ নিয়ে দীর্ঘ আলাপ হবে ব্লগে এবং অবশ্যই । আপনি যদি আগুন নিয়ে খেলেন সেই আগুনে নিজেই পুড়তে হবে । আপনি তো ভাল করে জানেন, আমি এমন কিছু তথ্য জানি যা প্রকাশ করলে আপনার মান-সম্মান কোন পর্যায়ে যাবে, যা বলার মতো নয়। আর কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা দয়া করে একচোখা নীতি পরিহার করুন ।

ইতিমধ্যে আমার জানামতে, রুবেলসহ ১০-১২ জন ব্লগার চলে গেছেন ব্লগ ছেড়ে । এই লাইন যেন আর দীর্ঘ না হয় আর যেন কোন কানসাটের মতো গণবিস্ফোরণ না ঘটে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.