আমাদের কথা খুঁজে নিন

   

অন্য-বাতাস



বাতাস হলে পাতা নড়ে, আমরা দেখি নে কিন্তু পাতা নড়লে বুঝি। মানুষ এইভাবে বড় হয় তাই বাতাস ছাড়াও যে নড়তে পারে পাতার এদিক-কথা ভাবে না কেউ; এই সুযোগে বাতাসের মতো অদৃশ্য ওরা হামলে এসে পড়ে; পূর্ব ইংঙ্গিত দিলো পাতা, কয়েকটা লাথিতে উড়লো যেন গুরুত্বহীন আর আমরা এমনকী লিটলম্যাগিস্টরা বললো-ঠিক বাতাস না বটে কারণ ঘাম এখনো পড়ছে, তবে এদেরকে আমরা বলবো অন্য বাতাস। বাতাস দেখি নে বলে তারা কোনো প্রতিবাদ করেছে বলে কেউ রিপোর্ট করে নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।