আমাদের কথা খুঁজে নিন

   

মায়েরা এমনি হয়, চোখ ছলছল অনুভূতি।

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

অঘোর বৃষ্টিতে যখন আমি ঘরে ফিরি, বাবা খুব ব্যাকুল হন, কখনোবা আক্রোশে বিচলিত হয়ে বলেন, একবার ঠান্ডা লাগুক ,তখন বুঝবে বৃষ্টিতে ঘরে ফিরার মজা। স্নেহ পরায়ন বোনটি বলে, কেন বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? কি এমন তাড়া ছিলো। আদরের ভাইটি বলে-- বারবার কেন ছাতা নিতে ভুলে যাও এই ঘনঘোর বর্ষায়। কিন্তু মা, পরম মমতায় ভেজা মাথা বুকের পাশে নিয়ে, নিজের শাড়ির আঁচল দিয়ে মাথা মুছতে মুছতে বলেন, ওরে নির্বোধ বৃষ্টি , আমার সন্তানের ঘরে ফিরা পর্যন্ত , এতটুকু সময় অপেক্ষা করতে পারলে না। সন্তানের ভালোবাসায় মায়েরাই পু্ত্রের স্নেহ বুঝেন, প্রকৃতির নিয়ম বুঝেন না। আর এ না বুঝা মায়ের মাঝেই পৃথিবীর স্বর্গ সুখ। মূল থিমঃ ইমেইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.