আমাদের কথা খুঁজে নিন

   

আলাপ



আলাপ এন জুলফিকার খুঁড়তে খুঁড়তে অনেকটা পথ জোছন ধূ-ধূ ডাঙা ফর্সা রাঙা ওড়নামুখী স্বপ্নে অহরহ জোনাক ধরে কাদায় গেঁথে ইচ্ছেবিহীন আলো মুক্তি ভেবে আবার কখন বন্দী কথামালায়। সন্ধ্যা সে যে অন্যরকম উদাস করা বাঁশি দিনযাপনে হঠাৎ হঠাৎ ছন্দপতন যেন সারা সকাল সূর্য থেকে আবিরটুকু নিয়ে সংগোপনে মগ্ন দু'জন অলীক অলীক খেলা। শিশিরজলে স্নানের ছলে অরূপ মাখামাখি উথালপাথাল চোখের নীচে স্বপ্নছোঁয়া খুশি অরূপরতন খোঁজার মোহে মত্ত কথার জালে চুমকিরাঙা মেয়ের মোহে মগ্ন সারাবেলা। এই যে এখন মন ছুঁয়ে যায় উথলে ওঠা নদী আবছা যত স্মৃতির জালে বন্দী ভালোবাসা কেউ ভাবিনি সাদা পাতার মুখর যত কথা ভিনদেশি এক বৃষ্টি এসে লুটবে অহরহ। ধানের ক্ষেতে উপছে পড়া আদরটুকু নিয়ে সবুজ কত রঙ্গ জানে মেঘের মন-মতো বৈকালী সেই মত্ততাকে সঙ্গী মেনে নিয়ে অমল হাওয়ায় আমরা দু'জন ভাসছি ক্ষণে ক্ষণে। নাই বা হলো চিকনমোড়া জরির আসন পাতা নাই বা হলো বেহাগ রাগ-এ সানাই আকাশ জুড়ে দখিনখোলা জ্যোৎস্না মেখে নতুন কিছু বলি দূর বনে এই বিহান-সাঁঝে বাজুক মোহনধ্বনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।