আমাদের কথা খুঁজে নিন

   

আলাপ

দাদারা এ কি খেললেন! আই সি সি আপনাদের পকেটে, বাঘা বাঘা সব প্লেয়াররা আপনাদের দলে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বি সি সি আই, আপনাদের কি শ্রীলংকার মত টিমের কাছে হারা শোভা পায়? ছি ছি, কি যে বাজে খেলা খেললেন আপনারা!
সাবাস শ্রীলংকা ! তোমরা দেখিয়েছ কম সুযোগ সুবিধা নিয়েও কিভাবে দেশের জন্য খেলতে হয়।
তোমাদের চেয়েও বেশি বেতন ও সুযোগ সুবিধা নিয়েও বাংলাদেশ টিম সুবিধা বঞ্চিতের অজুহাত তুলে তাদের ষোল কোটি জনতার হৃদয় ভাঙ্গার অমার্জনীয় অপরাধের দায় খন্ডাতে চায়!! মিয়া তোমাদের সুযোগ সুবিধা না তোমাদের পিঠে যদি কয়েকশ বেত ভাঙ্গা যাইত তাইলে ভুতের বাবার শ্রাদ্ধের মত যে টাকা তোমাদের পিছে খরচ হয় তা উসুল হইত।আজ নিজের চোখে দেখতে হচ্ছে যে বিশ্বকাপ অন্য দেশে যাচ্ছে আর আমাদের দেশের ক্রিকেট কর্মকর্তারা টিকেট কালোবাজারি করে টাকা কামাচ্ছে আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
খেলোয়াড়দের পিছনে এত লাখ লাখ টাকা খরচ করা হয় দেশের মানুষকে কাঁদানোর জন্য নয়। বাবারা,যদি পারো তাইলে দেশের জন্য, দেশের মানুষের জন্য খেলো, আর না পারলে দূর হ হতভাগারা......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।