আমাদের কথা খুঁজে নিন

   

ফাইবার অপটিকস+ ওয়াইম্যাক্স+

এগিয়ে যাও ...

বাংলাদেশের মানুষ আশাবাদী হতে ভালবাসে। আর এই আশাবাদী হয়ে থাকাটাই হয়ে যায় রঙ্গিন স্বপ্ন। দেশে যখন শুনা গেল অপটিক্যাল ফাইবারের কল্যাণে আমরা প্রযুক্তির দুনিয়ায় সাতার কাটতে যাচ্ছি। তখন আমরা আনন্দে দিশেহারা...!! এখন ভিডিও কল হাতের মুঠোয়, এই- সেই হাতের মুঠোয়.. কিন্তু হায়, এটা কি সাধারণ মানুষের জন্য? না। আমরা সাধারণ জনগন রয়ে গেছি সেই তিমিরে।

কেউ যদি বাসায় একটা হাই স্পিড কানেকশন নিতে চায়, তবে তাকে অনেক ঝামেলা পোহাতে হয়। প্রথমে দেখতে হবে আই.এস.পি তার কানেকশন বাসার সামনে দিয়ে নিয়ে গেছে কি-না? যদি কানেকশন থাকে, তবে মিডিয়া কনভার্টার ও কানেকশন ফি বাবত ১২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দিতে হয়। তারপর মাসিক চড়া লাইনরেন্ট গুনে সামান্য ব্যান্ডউইথ পেয়েই আমরা সন্তুষ্ট। !! এদিকে বি.টি.সি.এল নামে টি-এন্ড-টির আধুনিকায়ন বা পূণঃজন্ম লাভের পর আমরা আবারো আশায় বুক বাধলাম...কিন্তু হায়, তুঘলকি কারবার যে এখনো বাংলাদেশে সাধারণ ব্যাপার! সেই ১৯৫৩ সালের ডায়াল-আপ কানেকশনের রেশ লেগে আছে বিটিসিএল এর তারে তারে। ৫৬কেবিপিএস এর বেড়াজালে পড়ে ঘুরপাক খায় একটি কথাঃ "দূঃখিত, সবকটি চ্যানেল এখন ব্যাস্ত, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন।

" হায় হাই-স্পিড ইন্টারনেট। এখন শোনা যাচ্ছে ওয়াইম্যাক্স!!! আর আমরা সাধারণ মানুষ গোঁফে তেল দিচ্ছি অহেতুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.