আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে নিজের নামে ফ্যান ক্লাব খুলছি নিজেই, একটা মাইনাস দিয়ে যেতে পারেন

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

বিশাল এক ঘটনা হইসে। সেটা হল, গত পরশু দেখি এক দোস্তের ফ্যান হওয়ার জন্য ছবি আসছে আমার প্রোফাইলে। আমি ত পুরা অবাক। আমি লাফ দিয়া চেয়ার থেকে উঠে তারে কল দিলাম, “ ভাই, কেমনে কী করছিস বল।

” পোলা ত নিল মহা ভাব। “ আর বলিস না, ফেইসবুকের থেকে একটা রিকোয়েস্ট আসল। আমাকে নাকি তাদের খুব বস পাবলিক মনে হইসে, তাই আমার একটা ফ্যান ক্লাব খুলতে চায়। এখন, তোরাই বল না বলি কী করে? ” আমি ত পুরা টাসকি। “ বলিস কি ভাই, সত্যি ? ” সে ত আরও একটু ভাব নিল।

বলল, “ বিলিভ না করতে চাইলে নাই। যা ভাগ। ” আমি ত বিশ্বাস করে ফেলসি। আমার জন্মদিন ছিল ২৯ তারিখ। কত মানুষ কল দিছে উইশ করতে।

তাদেরকে কথায় কথায় দোস্তের কথা শুনিয়ে দেই। দোস্তরে ফেইসবুকে এডমিনিস্ট্রেশন থেকে রিকোয়েস্ট করছে, ওর এখন ফ্যান ক্লাদ পেইজ আছে। সবাই ত পুরা টাসকি। ভার্সিটিইতে পোলা নিজের গুণ নিজেই গায়। আর কেউ বিশ্বাস করতে না চাইলে বলে, “ পাগলারে জিগা।

” আমার কাছে আসলে আমিও বিরস মুখে স্বীকার করি। ওর ফ্যান ক্লাব পেইজ দেখছি। এমতে এমতে পোলায় পুরা হিট। সামুতে দেখি এক ভাইজানের পোস্ট। ফেইসবুকে ফ্যান ক্লাব খুলতে চাইলে এই লিংকে ক্লিক করেন।

সেখানে দেখি ফেইসবুকেরই একটা এপলিকেশান পেইজের লিংক। সাথে সাথে যা বোঝার বুঝে গেলাম। আমি ক্লিক দিলাম, মনের অজান্তেই নিজের নামে একটা ফ্যান ক্লাব খুলে বসে আছি। সেই ভাইজানকে ঠ্যাংকু। চিন্তা করতেছি, কালকে ভার্সিটি যেয়ে আমিও চামে বামে ভাব নিব , নাকি ওই পোলার জারিজুরি ফাঁস করে দিব ???? আপনাদের মন্তব্য চাই।

ফেইসবুকে আমি খুব কম সময় থাকি। যতটা থাকি, কুইজগুলো বসে বসে ঘাটি। এখন তাও ভাল লাগে না। অনেকদিন পরে পরে কোন বন্ধুর খোঁজ খবর নেই। কথা খুঁজে পাই না।

এক বন্ধু ডিবি লটারী পেয়ে আমেরিকায় এখন। তার সাথে যোগাযোগের জন্যই এখনও তাও যাই। আমার একাউন্টের নামঃ aakash paglaa যেই লাউ সেই কদু। কারও আজাইরা টাইম থাকলে, ইচ্ছা হলে যোগাযোগ করতে পারেন। তবে, আমাকে অনলাইনে পাবেন কম, সেটাও আগেই বলে রাখি।

তবুও একটা মাধ্যম হল, এই আর কী ! আর, যদি আমার ফ্যান ক্লাব পেইজ দেখেন, হে হে তাইলে আবার আমাকে বিখ্যাত কেউ ভাববেন না, ওটা আমারই খোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।