আমাদের কথা খুঁজে নিন

   

ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি



আজ থেকে ৫৫৭ বছর আগে ১৪৫২সালের ১৫ এপ্রিল ইতালীর কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের অদূরবর্তী ভিঞ্চি নগরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম লিওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি। তার শিল্প মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সে। ১৪৬৯ সালের দিকে ইতালীর অপর এক বিশিষ্ট শিল্পি ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের শুরু হয়। তিনি ১৪৭ ২ সালে চিত্র শিল্পীদের গিল্ডে ভর্তি হন এবং এ সময় থেকেই তার চিত্রকর জীবনের সূচনা হয়।

১৫০৬ সালে তিনি দ্বাদশ লুই ফ্রানসিসের দরবারের চিত্রশিল্পী হন। গীর্জা ও রাজপ্রসাদের দেয়ালে চিত্রাঙ্কন এবং রাজকীয় ব্যক্তিবর্গের ভাস্কর্য নির্মাণের পাশাপাশি বেসামরিক ও সামরিক প্রকৌশলী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তিনি ত্রুমবর্ধমান জ্ঞানের প্রয়োগ ঘটান। তাছাড়া অঙ্গব্যবচ্ছেদ , জীববিদ্যা , গণিত ও পদার্থ বিদ্যার মতো বিচিত্র বিষয়ে তিনি মৌলিক উদ্ভাবনী শক্তির পরিচয় দেন। ১৪৮২ সালে তিনি মিলানে যান এবং সেখানে অবস্থান কালে তিনি বিখ্যাত দেয়াল চিত্র 'দ্য লাস্ট সাপার' অঙ্কন করেন। ১৫০০ সালের দিকে তিনি ফ্লোরেন্সে ফিরে আসেন এবং সামরিক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন।

এ সময়েই তার বিশ্বখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা' আঁকেন। জীবনের শেষ দিকে তিনি ফ্রান্সে কাটান এবং ১৫১৯ সালে ২রা মে পরলোক গমন করেন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.