আমাদের কথা খুঁজে নিন

   

আমি কাল ঝড়েছিলাম মৃদু ঝড়ায়

মেঘের উপর আমার নীড়!
অনেক দিন ধরে লিখি না। কি বা লিখবো। মনটাকে তো আর লেখাবার মধ্যে গেঁথে রাখতে পারছি না। সে শুধু উড়ে বেরায়। খুঁজে বেড়ায়।

না পেয়ে কেঁদে উঠে হু..হু করে। কি করবো বলতে পারো? আমি তাই তাকে ঝড়াতে দিলাম। সে ঝড়লো মৃদু ঝড়ার মতো করে। আচ্ছা মতো কাঁদলো কাল। ভিজলো মৃত্তিকা।

প্রশান্তি বয়ে গেল এই ধরনিতে। সকলে নিদ্রায় শায়িত হলো পরম মমতায়। শুধু পথ-ঘুমের দল কষ্ট করলো। আমাকে উড়ে বেরাতে হয় সর্বক্ষণ। নীড়ে আমি একা।

আকাশ জুড়ে থাকা নীল আমার পোষাক। তোমরা কি কেউ দেখ আমার দিখে আকুল হয়ে? আমি অন্ধকারেও দেখতে পাই তোমাদের। তোমাদের মাঝে দুঃখি মানুষ গুলোকে। তাদের দুঃখ দেখি আর কষ্ট বুঝি। তোমরা বুঝো কী???
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।