আমাদের কথা খুঁজে নিন

   

সোয়াইন ফ্লুতে এক বাংলাদেশীর মৃত্যু

www.cameraman-blog.com/

সোয়াইন ফ্লু ভাইরাসে মেক্সিকোতে এক বাংলাদেশীর মৃত্যুর খবর ঢাকার সরকারী মহল জানতে পেরেছে৷ বৃহষ্পতিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মন্ত্রী ডা. রুহুল হকের কাছে ডয়চে ভেলেসহ অন্যান্য সংবাদ মাধ্যম জানতে চাইলে তিনি মেক্সিকোতে বাংলাদেশী নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ তবে তার পরিচয় সম্পর্কে তিনি কিছু জানাননি৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তারা আরো খোঁজ খবর নেয়ার চেষ্টা করছেন৷ ডা. রুহুল হক জানান, এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই৷ কারণ বাংলাদেশে প্রানঘাতী সোয়াইন ফ্লু ভাইরাসের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি৷ তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান ও স্থল বন্দরে হেলথ ডেস্ক বসিয়ে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে৷ ভাইরাস যাতে দেশে ঢুকতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে৷ অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদও মেক্সিকোতে এক বাংলাদেশীর মৃত্যুর খবর পেয়েছেন বলে জানিয়েছেন৷ তবে সেদেশের সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি৷ তিনি বলেন, ওই বাংলাদেশী সোয়াইন ফ্লু ভাইরাস বহন করে নিয়ে যাননি, মেক্সিকোতেই আক্রান্ত হয়েছেন৷ ভাইরাস বহনের অভিযোগ কেউ করলে তার প্রতিবাদ জানাবে বাংলাদেশ৷ জানা গেছে, নিরাপত্তার কথা ভেবে এবং আতংক কমাতে সরকার মেক্সিকোতে মারা যাওয়া বংলাদেশী নাগরিকের নাম পরিচয় প্রকাশ করছেনা৷ প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।