আমাদের কথা খুঁজে নিন

   

গুয়ের্নিকার ঘোড়া

নভেরা হোসেন

রাত দিন ঘষে ঘষে চৌকো আরশি ব্যঞ্জনাময় যখনই ক্ষারীয় পারদ গলে চন্দ্র রাতের উত্তাপহীন আলো-ছায়ায় মৃদু পুরাণ-নারী, সে আছে পারদের উল্টো পিঠে গাঁথা এ পারে বাজায় কে অগ্নিবীণা? পিয়ানোর সুরে ভেসে ভেসে আকাশের পরী নেমে এল যুগ- যুগান্ত পরে লহমা তাকে দেখেই সারা গায়ে জ্বর জ্বর,জরাগ্রস্ততা, অন্ধ সাপের খোলস ছেড়ে লবনাক্ত উদগম! এ কথালাপ কাব্যময় উন্মাদ অশ্বের আদলে ছুটে চলা- অঙ্কুরোদগম থেকে অন্ত দিন লাস্ট ডে অফ পম্পেই। সে সব রাত্রির সূর্য অস্ত গেছে, অ্যাবসার্ড দৃশ্যের চরিত্র সব মুখোশের আদলে এ মুখোশ মরীচিকা নয় আসলের মতো আসলই গুয়ের্নিকার জ্বলন্ত ঘোড়া। হ্রেষা! হ্রেষা! এপ্রিল ০'৯ মিরপুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.