আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর ভন্ডামি নং-৩।



আজ প্রথম আলোয় বসুন্দারার অবৈধ ও অনৈতিক কাজের একটি খবর প্রকাশিত হয়েছে। যারা সব কিছু দখল করে নিতে চায় তারা দুইশত কোটি টাকার জমি বাফুফেকে দান করছে। প্রথম আলোর প্রতিবেদনে বুঝা গেল এই দান বসুন্দারার অবৈধ কাজকে বৈধ করার জন্যই। কিন্তু এমন একটি খবরের জন্য প্রথম আলোকে ধন্যবাদ দিতে পারছিনা তাদের ভন্ডামির কারনে। বসুন্দারার রিভার ভিউ প্রকল্প অনুমোদনহিন এমন দাবি প্রথম আলোই করছে ।

অথচ এই রিভার ভিউর অনেক বিজ্ঞাপন প্রথম আলোই নিয়মিত প্রকাশিত হয়/করে। বিজ্ঞাপন প্রকাশ করার সময় কোন প্রকল্প অবৈধ কিনা তা যাচাই করে দেখার কোন গরচবোদ করে না। তখন নিতী ও নৈতিকতাকে গলা টিপে মারা হয়। কোন বাজ বিচার চাড়া নিজে লাভের হিসাবটাই সবার আগে বিবেচনায় নেয় প্রথম আলো। আর এটাই হল ভন্ডামির আরো একটি চরম নজির।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.