আমাদের কথা খুঁজে নিন

   

২০১১ বিশ্বকাপ ক্রিকেটের সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে : বাংলাদেশে ৮ এবং শ্রীলঙ্কায় ১২টি ম্যাচ



নিরাপত্তার কারণে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ থেকে বঞ্চিত করার পর এবার সিদ্ধান্ত হয়েছে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের অধিকাংশ খেলা ভারতে অনুষ্ঠিত হবে। ভারতের মুম্বাই নগরীতে আজ বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ বন্টনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি সভাপতি হারুন লরগ্যাট সাংবাদিকদের বলেছেন, ২০১১ বিশ্বকাপের ৪৯টি ম্যাচের মধ্যে একটি সেমিফাইনাল এবং ফাইনালসহ মোট ২৯টি ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কায় হবে একটি সেমি ফাইনাল। কাজেই দেখা যাচ্ছে, পাকিস্তানে যে সেমি ফাইনালটি হওয়ার কথা ছিলো, সেটিকে বাংলাদেশকে না দিয়ে ভারত নিয়ে নিয়েছে।

লরগ্যাট আজ আরো বলেছেন, বিশ্বকাপ ক্রিকেটের সচিবালয়কেও পাকিস্তানের লাহোর থেকে ভারতের মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিাআই এর সদর দফতরে সরিয়ে আনা হবে। এর আগে উপমহাদেশে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের সময় পাকিস্তানকে ১৪টি খেলা বরাদ্দ দেওয়া হয়েছিলো। আজকের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের ২৯টি ম্যাচ সেদেশের ৮টি ভেন্যুতে, শ্রীলঙ্কার ১২টি ম্যাচ ৩টি ভেন্যুতে এবং বাংলাদেশের ৮টি ম্যাচ ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আইসিসি সভাপতি বলেছেন, সর্বশেষ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০১১ সালের ১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান উদযাপিত হবে এবং সেখানেই উদ্বোধনী ম্যাচ হবে ১৯শে ফেব্রুয়ারি। এছাড়া ৪টি কোয়ার্টার ফাইনালের ২টি হবে বাংলাদেশে, একটি ভারতে এবং বাকিটি শ্রীলঙ্কায়।

হারুন লরগ্যাট আরো জানিয়েছেন, পাকিস্তানকে আয়োজক দেশ হতে না দেওয়ার কারণে কেন্দ্রীয় আয়োজক কমিটি (সেন্ট্রাল অর্গানাইজিং কমিটি) থেকেও দেশটিকে বাদ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত এখানে পাওয়া যাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।