আমাদের কথা খুঁজে নিন

   

" মস্তিষ্ক বিকৃতি ঘটেছে "

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই আর্কি ব্লগটি বিকৃত মস্তিষ্কে লিখা হয়েছে। এই ব্লগ যার যার নিজ দায়িত্বে পড়ুন। ) ইদানীং এটাই আমাদের কথা হয়ে দাঁড়িয়েছে। চিন্তা করিস না, ওর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে।

একটা জিনিস নিয়ে অনেকক্ষণ বসে থাকলে এই জাতীয় সমস্যা দেখা দেয়, যে বসে থাকে তার মস্তিষ্ক বিকৃতি দেখা দেয়। তখন সে নানান জাতীয়-বিজাতীয় কথা/কাজ করতে থাকে। এই প্রজেক্টটা সবাইকে যারপরনাই যন্ত্রণা করায় এখন ক্লাসের সবারি কাছাকাছি অবস্থা। এই যেমন একটু আগে,শারিকা অনেকক্ষণ ধরে একটা হ্যাচের প্রপার্টি বদলাতে চাচ্ছে ম্যাচ প্রপার্টি কমান্ডটা দিয়ে। কিন্তু ma কমান্ড দিয়ে এন্টার দিলেই কেন যেন হ্যাচটা গায়েব হয়ে যাচ্ছে।

ওকে যখন বললাম বেটার ঘড়ে ধরে লেয়ার পাল্টায় দে, তখন শারিকার অবাক প্রশ্ন, ও কেন মা হবে না? হঠাৎ ইয়াহুতে চৈতির মেসেজ, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুইও না গো সজনী। আমি বললাম কি হইসে, বললো দূরে যা, বলে বের হয়ে। বুঝলাম ওটা তার গুড নাইট উইশ ছিল। আমার বাসায় এবার আমার সাথে বসে কাজ নামাচ্ছে শারিকা। ইনডিভিজুয়্যাল প্রজেক্ট হলেও একসাথে কাজ করছি।

ফলাফল, শারিকা নিজের বাসায় গেলে না তার কাজ হয়, না আমার। আর সারাদিণ একজন আরেকজনের বকা খেতে থাকি কাজ নিয়ে। (আপডেট, শারিকা মা ইউজ করতে শিখেছে, সেভ দিতে হয়, এন্টার না। ) যাহোক, একবার শারিকার মাথা খারাপ হয়ে গেল পুরাই। সে হিমেশ রেশামিয়ার গান গাওয়া আরম্ভ করলো।

তখন আমিও মোটামুটি যাই যাই অবস্থায়। খানিকপরে আমি অনলাইনে চৈতিকে আবেদন জানালাম, তুই একটু শরিকা রে ফোন দিয়ে বল, যে আমাদের জীবনে অনেককিছু করার আছে হিমেশের গান শোনা ছাড়া। চৈতি জবাব দিলো, ওর গায়র থুতু দে, ওর উপরে জ্বীনের আসর হইসে। ঝাড় ফুঁক কর। আমি জবাব শুনে বুঝলাম, অরন্য রোদন বাগধারাটা অকারণে জন্ম নেয়নি।

আমার ডিজাইনের এক জায়গায় একটা ক্যাফে আছে, ওপেন ক্যাফে। ওটা মোটামুটি ভাবে তিনটা ড্রয়িং এ দেখা যায়। আমি সেকশন রেন্ডারের সময় ওতে দু'টা মানুষ বসালাম, একটা ছেলে আর একটা মেয়ে, টাংকি মারতেসে। এলিভেশনে যখন আকলাম, তখন একটা চুম্বনরত কাপল বসায় দিলাম। কারণ, বিল্ডিং কমপ্লিট হতে হতে ওদের প্রেম হয়ে গেছে।

(শরিকা থ্রেট করতেসে আমি ব্লগ লিখা সংক্রান্ত পাগলামি বন্ধ না করলে সে আমাকে দৌড়ানি দিবে। ও এখন আবার হ্যাচাচ্ছে, যে কোন সময় ক্যাড আনালাইজ করার নামে আমার সাথে বিট্রে করতে পারে। আর গুরুজনেরা বলেন, পাগল খেপাইতে নাই। আমার নিজের বিকৃত মস্তিষ্ক কিছু আকৃতি পাচ্ছে মনে হয়, সুতরাং, আমি কাজে ফিরি। )



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।