আমাদের কথা খুঁজে নিন

   

কিছু আঞ্চলিক (আমার জন্মাঞ্চলের )বাগধারা -প্রবাদ- প্রবচন সংকলন -২

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

আগের পর্ব এইখানে ( আঞ্চলিক প্রবাদগুলাতে : চ এর উচ্চারণ 'সাইকেল' শব্দের 'স' এর মত হবে ) ৯ > প্রবচন : কুত্তায় দিনে দিনে অজ করি আআইতো হারে, খালি চ্যাঙ্গামু্য়াল্লাই হারে না । শুদ্ধরুপ : কুত্তা একদিনে হ্বজ্জ কৈরা আসতে পারে (ইচ্ছা করলে), খালি চ্যাঙ্গার ঝোপের জন্য পারে না । অর্থ ও ব্যাখ্যা : চ্যাঙ্গামুড়া বা চ্যাঙ্গার ঝোপ একধরণের, শলাকা আকারের ঘাসের ঝোপ, মোটামুটি এক/দুই ফুট উচ্চতার । রাস্তার পাশে বেশি দেখা যায় (বা যাইতো, সাম্প্রতিক দেখি নাই) । ঐ ঝোপ দেখলেই কুকুর ঐখানে একটু জলত্যাগ করেই, যতবার দেখে ততবার ।

এমনিতে কুকুর খুব দ্রুত দৌড়াইতে পারলেও কোথাও যাওয়ার সময় ঐ ঝোপ যতবার পড়ে ততবার থামা এবং জলত্যাগের জন্য অনেক সময় নষ্ট করে । কোথাও যাওয়ার পথে বারবার থামা লোকজনের অবস্থা বুঝাইতে এই প্রবচন ব্যবহার করা হয় । আমার আম্মাজান আমারে প্রায়ই এইটা বলেন । কারণ হৈল, রাইত আটটায় ফোন কৈরা যদি বলি আসতাছি, বাসায় যাইতে যাইতে আমার সাড়ে নয়টা বাইজা যায় । আসার পথেই বিভিন্ন মোড়ে বিভিন্ন গ্রুপের ইয়ারদুস্তগো লগে আড্ডা দিতে দিতে ।

১০ : প্রবচন > হাইদলে বোয়ে খায়না বাত, চুরি করি চাইল চাবায় শুদ্ধরুপ : সাদলে বউ খায়না ভাত, চুরি কৈরা চাউল চাবায় অর্থ : রঙ ঢঙ কৈরা খাবার/উপহার এইসব কিছু ফিরাইয়া দিয়া পরে আফসোস করা লোকের অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় । ১১ : প্রবাদ > রসিক বাতেঅ মরে, রসিক শীতেঅ মরে । শুদ্ধরুপ : রসিক ভাতেও মরে, রসিক শীতেও মরে । অর্থ : অতিরিক্ত শৌখিনতা কৈরা , কম খাওয়া আর কম কাপড় পইড়া আসলে কোন লাভ নয় না । উল্টা ক্ষুদাও মিটে না শীতের দিনে শীতও নিবারণ হয় না ।

১২ : প্রবচন > দাদায় কইচে বাইনতে দান, বাইনতে আচি ওদা দান । শুদ্ধরুপ : দাদায় কইছে ধান ভানতে, ভানতে আছি ভিজা ধান অর্থ : কাজে মনোযোগ নাই, কেবল হুকুম তামিল করার খাতিরে কোনরকমে লোক-দেখানি কাজ করার অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় । ১৩ : প্রবাদ > হাআস্তার তিন অবস্তা শুদ্ধরুপ : সস্তার তিন অবস্থা অর্থ : সস্তায় কিনা জিনিস ভালো হয় না । ১৪ : বাগধারা > বাআই কাচে, গাঁডা দুরুই শুদ্ধরুপ : বাড়ি কাছে, ঘাটা (প্রবেশপথ) দূরে অর্থ : দূরত্ব কমই কিন্তু যাতায়াতে ঝক্কি ঝামেলা বেশি, ঐরকম অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় । ১৫ : বাগধারা > হাইল্লার লগে বাইল্লা নাচে শুদ্ধরুপ : শালিকের লগে বাবুই নাচে অর্থ : ছাগলের তিন নম্বর বাচ্চার মত, কিছু না বুইঝাই অন্যের দেখাদেখি মহাউৎসাহে কোন কিছুতে ঝাঁপাইয়া পড়া অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয় ।

১৬ : প্রবচন > বেয়ায় খেত খায় শুদ্ধরুপ : বেড়ায় খেত খায় অর্থ : রক্ষক যখন ভক্ষক, এর অর্থ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।