আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের মধ্যে কেউ এক মায়ের এক ঝি(মেয়ে) অথবা এক মায়ের এক পুত(ছেলে) থাকলে আওয়াজ দেন... ...

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

"আল্লা মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লা মেঘ দে... ...এভাবেই আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার প্রথা গ্রাম বাংলায় বহু বছর পূর্ব হতেই চলে আসছে। যখন বৃষ্টির অভাবে কৃষকেরা ফসল ফলাতে পারে না, মাঠ-ঘাট ফেটে চৌচির তখন তারা বৃষ্টি নামাতে চেষ্টা করে।

এজন্য প্রথমেই প্রয়োজন হয় এক মায়ের এক ঝি(মেয়ে) অথবা এক মায়ের এক পুত(ছেলে)। তাকে খুব সুন্দর করে সজিয়ে গ্রামের ছেলে বুড়ো সকলে মিলে তাকে গ্রামের প্রতিটি বাড়িতে নিয়ে যায় এবং সংগ্রহ করা হয় চাল,ডাল, তেল,লবন, পিঁয়াজ,মরিচ ইত্যাদি হতে শুরু করে মোট কথা খিচুড়ি রান্নার সমস্ত উপকরণ। আর এর পর খিচুড়ি রান্না করে সকলে মিলে তা খুব আনন্দ করে খাওয়া হয়। আমি এর কোন বৈজ্ঞানিক বা ধর্মীয় ব্যাখ্যা দিতে পারবো না, তবে আমার জীবনে আমি দু'বার এভাবে বৃষ্টি নামাতে দেখেছি এবং বৃষ্টি নেমেছিলো। ভাইরে গরমতো আর সহ্য হয় না।

বিদ্যুৎ নাই, পানি নাই আর আমরা আধুনিক যুগে বসবাস করেও যেহেতু এ সমস্যার সমাধান করতে পারছি না, তাই বলছিলাম যদি ব্লগারদের মধ্যে কেউ এক মায়ের এক ঝি(মেয়ে) অথবা এক মায়ের এক পুত(ছেলে) থাকলে আওয়াজ দেন। আসেন আমরা একবার চেষ্টা নিয়া দেখি বৃষ্টি নামাইতে পারি কি না। যদি অন্তত একটু প্রশান্তি নামে ধরার বুকে... ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.