আমাদের কথা খুঁজে নিন

   

এবার ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ

মিয়ানমারের রোহিঙ্গারা এখন পালিয়ে ভারতে যাচ্ছে। আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের সরকার। দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে যাওয়া রোহিঙ্গা মুসলমানরা বেআইনিভাবে ভারতে ঢুকছে। আর এটিই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ বলেছে, হঠাৎ করেই রোহিঙ্গা মুসলিমরা ভারতে প্রবেশ করছে। বিএসএফের হিসাব মতে, দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকায় চলতি বছরের আগস্ট পর্যন্ত ১০৭ জন রোহিঙ্গা মুসলমান বেআইনিভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার সময় গ্রেফতার হয়েছেন। ২০১১ সালে মাত্র দুজন এবং ২০১২ সালে ছয়জন রোহিঙ্গা অনুপ্রবেশের দায়ে ধরা পড়েছিলেন। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের প্রধান সন্তোষ মেহরা বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তাদের দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো যায়। কিন্তু রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা থাকায় কোনো রাষ্ট্রই তাদের ফিরিয়ে নিচ্ছে না। এটা বিএসএফের কাছে নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ ওই কর্মকর্তা আরও বলেন, যেসব রোহিঙ্গা পশ্চিমবঙ্গ সীমান্তে ধরা পড়েছেন, তাদের সঙ্গে কোনো সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ পাওয়া যায়নি। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.