আমাদের কথা খুঁজে নিন

   

শীতবস্ত্র না থাকায় দুর্ভোগে রেলের নিরস্তú

শীতবস্ত্র না থাকায় দুর্ভোগে রয়েছেন খুলনার পাঁচ জেলার রেললাইন ও বগির নিরাপত্তা নিশ্চিতে দুই হাজার ১২৮ জন নিরস্ত্র আনসার। পাঁচ জেলা খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ২৬৬ কিলোমিটার রেলপথ পালা করে প্রচণ্ড শীতে রাত-দিন পাহারা দিতে গিয়ে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন।

জানা যায়, রেললাইন ও রেলের বগি আন্দোলনকারীদের প্রধান টার্গেটে পরিণত হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে ১৩৩টি পয়েন্টে ২৯ নভেম্বর থেকে নিরস্ত্র আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। রাতে দুর্বৃত্তরা আনসারদের নানা ধরনের হুমকি-ধমকি দেয়। পাহারারত আনসারদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ওয়াকিটকি বা ওয়ারলেসের ব্যবস্থাও নেই।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এক চিঠিতে রেললাইন ও বগির নিরাপত্তার জন্য খুলনার মেয়রকে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন। এর সত্যতা স্বীকার করে খুলনার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, দায়িত্বের গণ্ডির মধ্যে থেকে রেল বিভাগকে সহায়তার চেষ্টা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.