আমাদের কথা খুঁজে নিন

   

দেখা হলো না নাদাল-ফেদেরার

সবকিছু ঠিক থাকলে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালেই দেখা হওয়ার কথা ছিল ফেদেরার-নাদালের। কিন্তু ঠিক আর থাকল কই। সুইস তারকা রজার ফেদেরার ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। গতকাল তিনি স্পেনের টমি রব্রেদোর কাছে ৭-৬ (৭/৩), ৬-৩, ৬-৪ গেমে পরাজিত হয়েছেন। গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলেন ফেদেরার! সুইস তারকা বিদায় নিলেও রাফায়েল নাদাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

তিনি জার্মানির ফিলিপকে ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৩, ৬-১ গেমে পরাজিত করেছেন চতুর্থ রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে নাদাল স্বদেশি টমি রব্রেদোর মুখোমুখি হচ্ছেন। পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন অষ্টম বাছাই ফরাসি তারকা রিচার্ড গাসকুয়েট এবং চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরার। রিচার্ড কানাডার মিলোস রাউনিককে এবং ফেরার সার্বিয়ার টিপসারভিচকে পরাজিত করেছেন চতুর্থ রাউন্ডে। নাদালের মন খুব খারাপ।

বন্ধু নাদাল হেরেছে বলে যতটা তার চেয়েও বেশি ইউএস ওপেনে প্রথমবারের মতো বন্ধুর মুখোমুখি হতে না পারায়। 'আমি সততার সঙ্গে বলছি, যদি ফাইনালে আমাদের লড়াইটা হতো তবে তা খুবই ভালো হতো। গত কয়েক বছর ধরে আমাদের লড়াই এমন একটা পর্যায়ে পেঁৗছেছে যে আমরা পৃথিবীর সবগুলো সেরা স্টেডিয়ামে মুখোমুখি হতে পারি। ' সে সঙ্গে তিনি অন্য গ্র্যান্ডস্লামগুলোর কথাও মনে করিয়ে দিয়েছেন। 'আমরা অন্য তিনটি গ্র্যান্ডস্লামে ফাইনাল খেলেছি।

সুতরাং আমাদের লড়াইটা ইউএস ওপেনের ফাইনালে হওয়ার দাবি করতেই পারে। ' এরপরই নাদাল নিজের আফসোসের কথা জানালেন। 'এটি এখনো পর্যন্ত ঘটেনি। তবে এর অর্থ এই নয় যে, ভবিষ্যতে এমন কিছু ঘটবে না। আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে।

তবে এটাও ঠিক যে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। সুযোগটা অনেক কম। পাঁচ বছর আগে যেমন ছিল, অন্তত অতেটা সুযোগ আর নেই। ' অন্যদিকে রজার ফেদেরারের সময় যে শেষ হয়ে গেছে তারই যেন আরও একটি স্বীকারোক্তি এবারের ইউএস ওপেন। উইম্বলডনে তিনি দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন।

এর পূর্ব পর্যন্ত তিনি টানা ৩৬টি গ্র্যান্ডস্লামে কোয়ার্টার ফাইনাল খেলেছেন! ফেদেরারের এই পরাজয় নতুন সম্রাটের আগমণই হয়ত ঘোষণা করছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে বসে আছেন নোভাক জকোভিচ। কিন্তু তিনিও তো ফেদেরার-নাদাল যুগেরই।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.