আমাদের কথা খুঁজে নিন

   

দশম সংসদ নির্বাচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের সঙ্গে বৈঠকে আসন্ন নির্বাচন সম্পর্কে তার সরকারের অবস্থান তুলে ধরেছেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধান অনুযায়ীই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। এ ৯০ দিন অর্থাৎ আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সংসদও বহাল থাকবে। তবে এ সময়ে সংসদের কোনো অধিবেশন হবে না। মন্ত্রিসভার কোনো বৈঠকও হবে না। মন্ত্রিসভা শুধু রুটিন দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে যুক্তরাজ্য, কানাডা, ভারত, মালয়েশিয়াসহ সংসদীয় পদ্ধতির দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। সরকারের প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আইন, স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বিশ্বাসী। জনগণ যদি আবারও তাদের পক্ষে ভোট দেন তবেই তারা ক্ষমতায় আসবেন নতুবা নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের যে প্রত্যয় ঘোষণা করা হয়েছে তা প্রশংসার দাবিদার। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তার সরকার কৃতিত্ব দেখিয়েছে। এ সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন সব পক্ষের বিশ্বাসযোগ্যতা পেয়েছে। স্বাধীনতার পর গত চার দশকে যেসব দল ক্ষমতায় থেকেছে তুলনামূলক বিচারে আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোই ছিল গ্রহণযোগ্য। আমরা মনে করি, সে সুনাম অক্ষুণ্ন রাখতেই নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। প্রধানমন্ত্রী সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছেন তাকে আমরা যথাযথ বলেই মনে করি। সংবিধানের বাইরে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই বা থাকা উচিত নয়। তবে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে সংবিধানে সংশোধনী আনার কথাও ভাবতে হবে। এ উদ্দেশ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ হওয়া দরকার। গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে এ সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে। সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের মানুষ তেমনটিই দেখতে চায়। নির্বাচনে জয়-পরাজয় থাকবে, কিন্তু গণতন্ত্র যাতে কোনোভাবে পরাজিত না হয় সে নিশ্চয়তা থাকতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.