আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদীর দুর্গম চরে আওয়ামী লীগ বিএনপি সংঘ

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নরসিংদীর দুর্গম চরাঞ্চল মুরাদনগরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন নারী-পুরুষসহ ১০ জন। এ সময় বিএনপি সমর্থিত নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর অগি্নসংযোগ করা হয়েছে। লুট করা হয় গরু-ছাগল, গোলার ধান ও মূল্যবান জিনিসপত্রসহ অর্ধকোটি টাকার মালামাল। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ঈদুল-ফিতরে মুরাদনগর ঈদগাহে নামাজ পড়া নিয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সমর্থকদের সঙ্গে সদর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আসাদুল্লার লোকজনের সংঘর্ষ হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা। এর জের ধরে গতকাল ভোররাতে আওয়ামী লীগ নেতা আসাদুল্লার নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আইয়ুব আলীসহ বিএনপি সমর্থিতদের বাড়িতে হামলা চালায়। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় সৃষ্টি করে আতঙ্ক। তারা নির্বিচারে ভাঙচুর করে বিএনপির নেতাদের বাড়িঘর। আইয়ুব আলীসহ ছয়জনের বাড়িতে করে অগি্নসংযোগ। বাধা দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। ফের সহিংসতা রোধে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী জানান, ভোর ৫টার দিকে আসাদুল্লা ও দীপু চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী ও সমর্থক তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগি্নসংযোগ করে। লুট করে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ নেতারা ঘুমন্ত মানুষের ওপর হামলা চালাবে, বাড়িঘরে অগি্নসংযোগ করবে_ এটা কোন দেশের সভ্যতা। তিনি ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান। নিজের সম্পৃক্ততা অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু বলেন, আইয়ুব আলী সাবেক চেয়ারম্যান রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি। চেয়ারম্যানকে হত্যার পর থেকে তারা বেপরোয় হয়ে ওঠে। নামাজ পড়াকে কেন্দ্র করে গতকাল এ সংঘর্ষ হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। নরসিংদী সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.