আমাদের কথা খুঁজে নিন

   

সেনবাগে আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার, একটি প্রাইভেটকার উদ্ধার



নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব ও দক্ষিণ মোহাম্মদপুর এলাকায় গতকাল রবিবার ভোরে ডিবি ও থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার পূর্ব মোহাম্মদপুর গ্রামের মোঃ আজাদ (৩৪), চট্টগ্রামের বাকলিয়ার উপজেলার মোঃ রুবেল (৩০) ও বোয়ালখালী উপজেলার আবু তাহের (৩২)। এদের মধ্যে পূর্ব মোহাম্মদপুর গ্রাম থেকে মোঃ আজাদকে ঢাকার ডিবি পুলিশ এবং অপর দুইজনকে সেনবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। এসময় আজাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। আজাদ প্রাইভেট কারটি বিগত পাঁচ মাস আগে পার্শ্ববর্তী ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মোহাম্মদ সিরাজ থেকে ডিডের মাধ্যমে ক্রয় করে বলে থানা হাজতে স্থানীয় সাংবাদিকদের জানান। সেনবাগ থানার ওসি মোঃ শামিম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আজাদকে ডিবি পুলিশ গতকালই ঢাকায় নিয়ে গেছে। এছাড়া রুবেল ও তাহেরকে গাড়ি ছিনতাইয়ের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.