আমাদের কথা খুঁজে নিন

   

ওদের আর ইরান যাওয়া হল না ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
গত ১৪ এপ্রিল দক্ষিণ আফগানিস্তানের তালেবান অধ্যুষিত এলাকায় লোকজনের সামন্যে ফায়ারিং স্কোয়াডে মারা হল দুজন তরুণ-তরুণীকে। তরুণীর বয়স ১৯; তরুণের -২১। ওরা একে অপরকে ... ওদের ইচ্ছে ছিল পালিয়ে ইরান চলে যাওয়ার।

ওদের পরিবার স্থানীয় গ্রামবাসীর সাহায্য নিয়ে ওদের আটক করে-তারপর ওদের তালেবানদের হাতে তুলে দেয়। তালিবানদের হাতে তুলে না দিয়ে উপায় ছিল না। নইলে, তালেবানরা জোরপূর্বক ওদের ছিনিয়ে নিত । আফগানিস্তানের দক্ষিণপশ্চিম প্রদেশ নিমরুজ;-তার গর্ভনর গোলাম দস্তগীর আজাদ বললেন, ওদের কাজটা অনৈতিক-কাজেই রক্ষণশীল মোল্লারা গুলি করে মারারই সিদ্ধান্ত নেয় । সোমবার খাস জেলার তালেবান গানম্যান এ কে ফরটিসেভেন দিয়ে লোকজনের সামনে ওদের গুলি করে...! আফগান মেয়েশিশু।

কি এদের ভবিষ্যৎ? সংবাদসূত্র: http://www.cbn.com/CBNnews/579750.aspx
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.