আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইন ব্লগ: কী লিখবো, কেন লিখবো?

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

আমি এই সাইটে প্রথম ঢুকেছিলাম বছরেরও বেশি সময় আগে; অফিসে একটা ইনফরমাল স্ট্যাটিস্টিক্স জানতে পেলাম, ফেইসবুকের পরে এই সাইট টাতে মোটামুটি লোকজন যাওয়া আসা করে। কলিগদের মাঝে কেউ কেউ আবার লেখালেখিও করেন। কৌতুহল বশতঃ এই সাইটে ঘুরে গিয়েছিলাম। দেখলাম কমেন্ট করার আগে সদস্য হতে হবে; সদস্য হলেও তার আবার রকমভেদ রয়েছে, ইত্যাদি। চাকরি ছাড়ার পর হঠাৎ এক বিকেলে মনে হলো আবার এই সাইটের কথা, লগইন করে অ্যাকাউন্ট খুলে বসলাম।

তারও তিন মাস পরে হাবিজাবি লিখতে লাগলাম। কিন্তু... হাবিজাবি লিখতে গিয়ে ধরা খেলাম। কারণ এখানে লেখার পাঠক প্রচুর। তাঁরা মন্তব্য করেন। তাঁরা তাদের পছন্দ-অপছন্দ +/- দিয়ে প্রকাশ করেন।

শব্দচয়ন, বাংলা বানান, টপিকের ধরণ...অনেক কিছুই পাঠকদের প্রতিক্রিয়ার কথা আগাম "ভেবে" তারপরে করতে হয়। একটা লেখা "ধুম" করে লিখে পোস্ট করে ফেল্লাম (যেটা শুরুতে করেছি, তারপর নুশেরা আপু আমার চোখ খুলে দিয়েছেন) সেটা করলেই "ধরা"। লেখা ভালো হলেই "হিট", "সহমত", "পিলাস"...ইত্যাদি। কিন্তু খারাপ হলে, মানে পাবলিক না-খেলেই "হিট কম", "মাইনাচ", কিংবা ব্যাঙ্গাত্মক মন্তব্য কেউ পড়লে ভালো লাগে, মন্তব্য করলে আরো ভালো লাগে। আবার কেউ না পড়লে "একটু" মন খারাপ হয়, মন্তব্য না পেলে খানিকটা "হতাশ" লাগে।

আবার বেশি হিট, কিন্তু ঋণাত্মক চিহ্ন এবং মন্তব্য পেলে তো মনে হয় মাঝে মাঝে ছেড়ে-দে-মা-কেঁদে-বাঁচি। ছোটবেলায় মুরুব্বিরা বলতেন "ফোয়াদ'র লাই এরিন্ন'ফারির; খেঁডার লাই গিলিন্ন'ফারির"। এর মানে স্বাদ ভালো, তাই ফেলতে পারিনা; কাঁটা আছে, তাই গিলতে পারিনা। আমারও হয়েছে সেইদশা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.