আমাদের কথা খুঁজে নিন

   

প্রগাঢ় অভিবাদন, সামহোয়্যারইন!

নির্ভয়ে সত্য বলুন

ব্লগের নীতিমালায় নতুন সংযোজনীকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, সামহোয়্যারইন! তবে আলোচনা-মন্তব্য-বিতর্কে দুয়েকটি বিষয়ে সামান্য দ্বিমত লক্ষ্য করছি। কোনো কোনো ক্ষেত্রে তা যৌক্তিকই। জানিয়ে রাখছি, 'ধর্ম বিষয়ক সত্যের' নামে ঘিনঘিনে সাম্প্রদায়িকতার বিষবাষ্প মোটেও আশা করব না এই ব্লগে। সংযোজনীতে উল্লেখিত 'ধর্ম বিষয়ক সত্য' কথাটার যৌক্তিকতা নিয়েও বিতর্ক আছে, ব্লগেও তা হচ্ছে।

ধর্ম থাকলে বিজ্ঞান কেন থাকবে না- এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সামান্য, কিন্তু জরুরি বিষয়গুলো মাথায় রেখে আশা করি নীতিমালার নতুন সংযোজনী দ্রুত চূড়ান্ত করা হবে। সামহোয়্যারের বর্তমান অবস্থান নিয়ে আশাহত ব্লগারের সংখ্যা যে খুবই কম, তা নোটিশবোর্ডের দুটি পোস্টের রেটিং দেখেই বুঝে নেওয়া যাচ্ছে। সময়োচিত প্রতিক্রিয়ার জন্য প্রগাঢ় অভিবাদন, সামহোয়্যারইন! লেখাটি সামহোয়্যারইন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারলেই হল। এখানে তাই ব্লগারদের মন্তব্যের প্রয়োজন দেখছি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।