আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতিবিদরা কীভাবে ঘটনাটি বিশ্লেষণ করবেন?

আদর্শটাকে আপাতত তালাবন্ধ করে রেখেছি

সুজন ও সুমন দুই বন্ধু। একদিন সুজন ৫টি পিঠা এবং সুমন ৫ গ্লাস খেজুরের রস নিয়ে বাজারের দিকে রওনা হলো। প্রতিটি পিঠার দাম ২ টাকা আবার প্রতি গ্লাস খেজুরের রসের দামও ২ টাকা। সুজনের কাছে আছে ২ টাকা। সুমনের কাছে কোনো টাকা নেই।

পথে সুজনের পিপাসা পেলো। সে ২ টাকা দিয়ে সুমনের কাছ থেকে খেজুরের রস কিনে খেলো। একটু পরে সুমনের ক্ষুধা লাগায় সে ওই ২ টাকা দিয়ে সুজনের কাছ থেকে একটি পিঠা কিনে খেলো। এভাবে পরস্পরের কাছ থেকে কিনে খেতে খেতে যখন তারা বাজারে গেলো, তখন সুজনের কাছে আছে একটি পিঠা এবং সুমনের কাছে আছে ২ টাকা। শেষ পর্যন্ত সুমনের আবার ক্ষুধা লেগে যায় এবং শেষ পিঠাটি কিনে খেয়ে ফেলে।

বাড়ি ফেরার পথে তারা হিসাব করে দেখলো- সুজনের কাছে আছে ২ টাকা, সুমনের কাছে কোনো টাকা নেই। কার লাভ হলো? কার ক্ষতি হলো? ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিতে এটাকে কীভাবে বিশ্লেষণ করা হবে? কী ঘটবে যদি কোনো জাতি এভাবে নিজেদের মধ্যে কেনাবেচা করতে থাকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।