আমাদের কথা খুঁজে নিন

   

ঢালিউডি কায়দায় হলিউডি সিনেমা

এবার বিদায়ের পালা ...

সাহোতে এখন প্রিয় ম্যুভির লিস্ট দেখতে দেখতে মাথা খারাপ হওয়ার জোগাড়। এর মধ্যে এমন অবস্থা যে কোনটি দেখেছি আর কোনটি দেখিনাই তা মনে রাখতেই হিমশিম খেতে হয়। এর মাঝে ভাবলাম,ভালো ম্যুভির ফাঁকে কিছু বর্জ্যপদার্থও তো দেখা হয়ে গিয়েছে। (তবে বলে রাখা ভালো এটি শুধুই আমার নিজস্ব অভিমত) চলুন দেখে আসি এক নজর। ১)rambo 4 শুধুমাত্র ধুন্ধুমার অ্যাকশনের জন্য যারা ম্যুভি দেখেন আমি অন্তত তাদের দলে নেই।

সোজাসাপ্টা বললে র‌্যাম্বো সিরিজই আমার পছন্দ না,আর র‌্যাম্বো ৪ ভুল করে দেখে মনে হল স্ট্যালোনের অবসরের সময় সন্নিকট। ২)war of the worlds: কস্মিনকালেও কল্পনা করতে পারিনি স্পিলবার্গের মত কিংবদন্তী এমন একটি শস্তা সিনেমা বানাবেন। কিছু চটকদার এফেক্ট দিয়ে প্লট ও চিত্রনাট্যের দুর্বলতা ঢাকার প্রবণতা স্পষ্ট। ৩)American Pie Presents The Naked Mile: বিশ্বাস করুন আর নাই করুন আমি এখনো আফসোস করি কোন কুক্ষণে ম্যুভিটি দেখতে গিয়েছিলাম। অযাচিত অশ্লীলতা যে কতটা দৃষ্টিকটু হতে পারে তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ এই সিনেমাটি।

৪)Mission: Impossible III; পপকর্ন খেতে খেতে যারা সিনেমা হলে গিয়ে আজগুবি কাহিনীর কিছু উদ্ভট অ্যাকশন দেখে পরিতৃপ্ত হয়ে বাড়ি ফেরেন তাদের দলে আমি নেই। তাই আশা করি এই ছবি নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। ৫)spiderman অতি নাটকীয়তা আর অবান্তর প্রেমকাহিনীর জন্য দুর্দান্তভাবে শুরু হওয়া স্পাইডারম্যান সিরিজের এই ম্যুভিটি একেবারে মাঠে গিয়েছে। বিশেষ করে প্রথম দুই পর্ব দেখার পর এটি দেখলে মেজাজ চড়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.